scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Latest Update: মাঘের শীতে আজও ঊর্দ্ধমুখী পারদ, সরস্বতী পুজোয় বদল হবে আবহাওয়ার?

Winter Update
  • 1/9

মাঘের শুরুতেও আবহাওয়ার খামখেয়ালি চলছেই। কখনও উষ্ণ তো কখনও শীতের আমেজ ৷
 

Winter Update
  • 2/9

 শুক্রবার পারদ স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম থাকায় শীত জমিয়ে প্রত্যাবর্তন করবে বলে মনে হচ্ছিল । কিন্তু শনি ও রবিবার আবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ওপরে৷ সোমবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। 

 

 

 
 

 

 

Winter Update
  • 3/9

আবহাওয়ার এই রকমফেরের নেপথ্য খলনায়ক ঝঞ্ঝা ৷ পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে তাপমাত্রা চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Advertisement
Winter Update
  • 4/9

 দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে বলে জানিয়েছে  আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে তাপমাত্রায় আপাতত কোনও পরিবর্তন হবে না। ফলে শীতের আমেজ থাকবে।
 

Winter Update
  • 5/9

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ প্রধানত ৫ দিন শুষ্ক ও পরিস্কার আবহাওয়া থাকবে।  আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বাড়বে দিনের তাপমাত্রাও। ফলে ঠান্ডা কমে যাবে।
 

Winter Update
  • 6/9

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

Winter Update
  • 7/9

উত্তরবঙ্গে আগামী তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার ভাব থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
 

Advertisement
Winter Update
  • 8/9

কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী তিন-চার দিনে আরো ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। যার ফলে ১৮ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

Winter Update
  • 9/9

শহরে সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও বেলা বাড়লে সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিস বলছে, আগামী এক সপ্তাহ আবহাওয়ার তেমন কোনওরকম কোন পরিবর্তন নেই। ফলে সরস্বতী পুজো গরমেই কাটবে।

Advertisement