আবহাওয়া দফতর সূত্রের খবর, এ রাজ্যে ফের উত্তুরে হাওয় ঢুকতে শুরু করায় বেশ খানিকটা কমছে তাপমাত্রার পারদ।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন গতকালের তুলনায় প্রায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা। তবে এটাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি।
হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় সকাল সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে বাংলায়। সকাল থেকে আকাশ পরিষ্কারই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলবে ঝলমলে রোদেরও। এই সময়ে দু’দিনে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে শহরে।
তবে মঙ্গল ও বুধবার সামান্য বাড়বে তাপমাত্রার পারদ। তারপর বৃহস্পতিবার থেকে ফের উত্তুরে হাওয়া বইবে হু হু করে।
এই সময়ে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। জেলার ক্ষেত্রে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, জমিয়ে শীতের আরও একটা স্পেল আসতে চলেছে বৃহস্পতি থেকে সোমবারের মধ্যে। এই ঠান্ডা আমেজ থাকতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক পর্যন্ত।
হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যে । শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। সিকিমে হালকা বৃষ্টি হতে পারে। বাকি কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।