টানা কয়েকদিন তাপমাত্রা ঊর্দ্ধমুখী থাকার পর রবিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ পতন ঘটে শহরে। ঝলমলে রোদেরও দেখাও মিলেছে। ফলে উইকএন্ডে কিছুটা হলেও শীতের আমেজ উপভোগ করেছে শহরবাসী।
হাওয়া অফিসের পূর্বাভাস, তাপমাত্রা আরও নামতে পারে। প্রসঙ্গত, সপ্তাহ জুড়েই থাকবে আবহাওয়ায় নানা পরিবর্তন। এমনকি কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ ও সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার এবং পয়লা ফেব্রুয়ারি মানে বুধবার কালিম্পং ও দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জায়গাগুলিতে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার তেমন কোন সম্ভাবনা নেই।
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা তার আগে ১৯ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এদিন গতকালের তুলনাতেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ পতন হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত সকাল সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে বাংলায়। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলবে ঝলমলে রোদেরও। মঙ্গলবারের মধ্যে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে শহরে।
বুধবার সামান্য বাড়বে তাপমাত্রার পারদ। আবার বৃহস্পতিবার থেকে উত্তুরে হাওয়া বইবে হু হু করে। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। জেলার ক্ষেত্রে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না।