Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: বৃহস্পতি থেকেই আবহাওয়ার বিরাট বদল, রইল পূর্বাভাস

  • 1/8

মাঝ ফেব্রুয়ারিতেও হালকা শীতের  আমেজ শহরে। ভ্যালেন্টাইন্স ডে-তে শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। 
 

  • 2/8

হাওয়া অফিস বলছে, যে ঠান্ডাটা মঙ্গলবার আছে  আগামী ২৪ ঘণ্টায় তার সেরকম কেন  চেঞ্জ হবে না।
 

  • 3/8

আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি। উত্তুরে হাওয়ার জোর বাড়তেই দু’দিনে ৬ ডিগ্রিরও বেশি কমেছে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, বুধবারও মোটামুটি  ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
 

Advertisement
  • 4/8

জেলায় তাপমাত্রা আরও কম। তবে এই ঠান্ডা আমেজ মূলত রাত ও ভোরের দিকেই অনুভূত হবে। বেলা বাড়তে কড়া রোদে চড়বে তাপমাত্রাও। তবে এমন পরিস্থিতি বড় জোর আর একদিন। 
 

  • 5/8

২৪ ঘন্টা পর থেকে দিনের ও রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। ফলে কলকাতার ক্ষেত্রে ২৪ ঘন্টা পর থেকে  ১৫ ডিগ্রির নীচে সর্বনিম্ন তাপমাত্রা নামার আর কোন সম্ভাবনা নেই।
 

  • 6/8

এরপর বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করবে রাতের তাপমাত্রাও। ১৮ তারিখের পর থেকে  সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে থাকবে।  আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে। ফলে শীত সেই ভাবে অনুভূত আর হবে না কলকাতার ক্ষেত্রে।
 

  • 7/8

জেলা তাপমাত্রা  কলকাতার থেকে  ২-৩ ডিগ্রি কম থাকবে।  ভোরের দিকে আর রাতের দিকে ঠান্ডা একটু আমেজ থাকবে। তবে ঠান্ডা আর সেভাবে অনুভূত হবে না কলকাতায়। 
 

Advertisement
  • 8/8

উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে সব জেলাতে এই মুহূর্তে বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই। দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে ১৮ তারিখ থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, ফলে সেই সময় একটু বেশি গরমের অনুভূত হবে।

Advertisement