ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক মানুষ ঘরছাড়া। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
ঘাটালের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সেখানে বড় বড় রাস্তায় নৌকা চলছে। বিছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নৌকা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন সাধারণ মানুষ।
মানুষের সুবিধার জন্য সরকার উদ্ধারকারী দল নামিয়েছে। অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এরইমধ্যে আবার বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ফলে শঙ্কিত ঘাটালের মানুষ।
বুধবার ঘাটালের বন্যা পরিস্থিতিন পরিদর্শনে যান সেখানকার সাংসদ তথা অভিনেতা দেব। বুধবার মহাকুমা শাসকের কার্যালয় বৈঠকের পর নৌকোয় করে বেরিয়ে পড়লেন প্লাবিত দের খোঁজখবর নিতে।
তার আগে বেলা একটা নাগাদ ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে হাজির হয়ে মহকুমাশাসক সুমন বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন দেব। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাধিপতি অজিত মাইতিও। বৈঠকের পর বন্যায় মৃত সাতটি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।
এরপর সেখান থেকে কিছুটা গিয়ে নৌকোয় করে প্রশাসনের কর্তাদের সঙ্গে প্লাবিত এলাকা হরিদাসপুর গ্রাম পরিদর্শনে যান। লাইফবোট জ্যাকেট পরে বন্যা পরিস্থিতির পরিদর্শন করেন তিনি।
হরিদাসপুর গ্রামে বিভিন্ন ত্রাণ সামগ্রী ও পানীয় জল তুলে দেন দেব। দুর্গতদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
প্রসঙ্গত, ঘাটাল ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি এখনও জলমগ্ন। বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ নেই। পানীয় জলের সমস্যাও রয়েছে। নেই মোবাইলেন নেটওয়ার্ক।
এলাকা পরিদর্শনের পর কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন দেব। বলেন, 'ভোটের সময় এই এলাকাগুলিতে এসেছিলেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু, তাঁদের এখন দেখা নেই। তাঁরা এখন কোথায়?'