কালীপুজোর পর থেকেই রাজ্যে ঠান্ডা ঠান্ডা আমেজ। চলছে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022)। এখনও সেই অনুভূতি বর্তমান।
আর সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজকের সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য গতকালের চেয়ে বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে আগামী ৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
একইরকম পরিস্থিতি উত্তরবঙ্গেও (North Bengal)। সেখানেও আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন - শরীরের ৩ জায়গায় ব্যথা জানান দেয় কোলেস্টেরল বেড়েছে