জানুয়ারির শেষে দাপট দেখাচ্ছে শীত। কদিন ধরে উত্তুরে হাওয়া হু হু করে ঢুকছে রাজ্যে। তার কারণে রাজ্যের তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হতে শুরু করেছে। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু বাংলা। কলকাতা শহরের তাপমাত্রাও নামতে শুরু করেছে।
কলকতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কনকনে ঠান্ডা পড়েছে। তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম।
অবাধ উত্তুরে হাওয়া কারণে রবিবার চলতি জানুয়ারির সবচেয়ে শীতলতম দিন। মেঘমুক্ত পরিষ্কার আকাশ শহরের। সপ্তাহের শেষে জমিয়ে শীতের স্পেল উপভোগ করছে রাজ্যবাসী।
তবে জাঁকিয়ে শীত আরো দুদিন, বলছে হাওয়া অফিস। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। সেইসঙ্গে বৃষ্টি পিছু ছাড়ছে না। ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া
আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। আগামী ৪৮ ঘন্টায় স্বাভাবিক এর নীচেই থাকবে পারদ। দু-দিন জমিয়ে শীতের স্পেল উপভোগ করবেন শহরবাসী। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে এটাই রেকর্ড। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। শনি ও রবিবারে জমিয়ে শীতের আমেজ থাকছে। এই আমেজ থাকবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গেও আজ থেকে পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায়। শুক্র-শনিবার দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।