scorecardresearch
 
পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast:সরস্বতী পুজোর আগের দিন থেকে বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কতটা?

Bengal Weather Forecast
  • 1/11

 কনকনে ঠান্ডায় আপাতত  জবুথবু গোটা রাজ্য। উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচেই।

Bengal Weather Forecast
  • 2/11

সোমবার পর্যন্ত এই আমেজ উপভোগ করলেও মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। পূর্ব ভারতের দিক থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে ফের বাধা পড়বে উত্তুরে হাওয়ায়। ফলে রাতের তাপমাত্রায় পতন ঘটবে না। 
 

Bengal Weather Forecast
  • 3/11

 হাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, ৩ ও ৪ ফেব্রুয়ারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
 

Bengal Weather Forecast
  • 4/11

আলিপুর আবহাওয়া দফতর বলছে, ৪ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম।

Bengal Weather Forecast
  • 5/11

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ২  তারিখ পর্যন্ত পরিবেশ শুষ্ক থাকবে। ৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে।  ৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। 

Bengal Weather Forecast
  • 6/11

রাজ্যের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া , দুই বর্ধমান,  মুর্শিদাবাদ এবং বীরভূম-সহ কয়েকটি  জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 

Bengal Weather Forecast
  • 7/11

তবে সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ ৬ তারিখ থেকে বৃষ্টি কমে আসবে। 
 

Bengal Weather Forecast
  • 8/11

উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। ৪ তারিখ উত্তরবঙ্গের সব জায়গাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ৫ তারিখ বৃষ্টির পরিমাণ কম হবে। ৬ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। 

Bengal Weather Forecast
  • 9/11

রাতের তাপমাত্রা আগামী দুই-তিন দিনে  ৩ থেকে  ৫  ডিগ্রি  পর্যন্ত  বাড়বে।  বুধবার থেকে রাজ্যজুড়ে আবারও প্রায় ৩-৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সরস্বতী পুজোর পর ফের ফিরতে পারে শীত।

Bengal Weather Forecast
  • 10/11

দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং-এ এই বৃষ্টির জন্য ধস নামতে পারে।

Bengal Weather Forecast
  • 11/11

বৃষ্টির জেরে মাঠে থাকা ফসলের ক্ষতির আশঙ্কাও করেছে আবহাওয়া দফতর। এছাড়াও বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমার পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।