কনকনে ঠান্ডায় আপাতত জবুথবু গোটা রাজ্য। উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচেই।
সোমবার পর্যন্ত এই আমেজ উপভোগ করলেও মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। পূর্ব ভারতের দিক থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে ফের বাধা পড়বে উত্তুরে হাওয়ায়। ফলে রাতের তাপমাত্রায় পতন ঘটবে না।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, ৪ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ২ তারিখ পর্যন্ত পরিবেশ শুষ্ক থাকবে। ৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে। ৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।
রাজ্যের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া , দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম-সহ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। ৪ তারিখ উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ৫ তারিখ বৃষ্টির পরিমাণ কম হবে। ৬ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে।
রাতের তাপমাত্রা আগামী দুই-তিন দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে। বুধবার থেকে রাজ্যজুড়ে আবারও প্রায় ৩-৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সরস্বতী পুজোর পর ফের ফিরতে পারে শীত।
দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং-এ এই বৃষ্টির জন্য ধস নামতে পারে।