Advertisement
পশ্চিমবঙ্গ

Weekly Winter Weather Update: বীরভূমে ১০ ডিগ্রির নীচে, আপনার জেলায় কেমন শীত পড়তে পারে? নতুন সপ্তাহের পূর্বাভাস

Weekly Winter Weather Update
  • 1/13

অবাধে ঢুকছে  উত্তর পশ্চিমের শীতল হাওয়া।  সপ্তাহের প্রথম দিনেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে নীচে রয়েছে। 
 

Weekly Winter Weather Update
  • 2/13

 আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবারের পর থেকে শীতের তীব্রতা আরও বাড়বে।

Weekly Winter Weather Update
  • 3/13

 কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে , পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Weekly Winter Weather Update
  • 4/13

আগামী সাত দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। সর্বত্রই পারদ মোটের উপর অপরিবর্তিত থাকবে। সর্বত্র শীতের আমেজ বজায় থাকবে।
 

Weekly Winter Weather Update
  • 5/13

দার্জিলিংয়ে ৫  ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। । মালদায়  ১৫ ডিগ্রির ঘরে পারদ। আগামী সাতদিন তাপমাত্রা একইরকম থাকবে।
 

Weekly Winter Weather Update
  • 6/13

তবে বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়  সকালের দিকে  কুয়াশা থাকবে। 

Weekly Winter Weather Update
  • 7/13

কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। এর ফলে সকালের দিকে যান চলাচলে সমস্যা হবে। এমনকি, ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটতে পারে।

Advertisement
Weekly Winter Weather Update
  • 8/13

শনিবার ছিল কলকাতায়  চলতি মরসুমের শীতলতম দিন। সে দিন কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রবিবার তা সামান্য বেড়ে হয় ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নামল। তা-ও স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম। হাওয়া অফিস বলছে, আগামী সাতদিন তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রির মধ্যেই থাকবে, আপাতত বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
 

Weekly Winter Weather Update
  • 9/13

পশ্চিমা ঝঞ্ঝা কেটে যাওয়ার পর উত্তর ভারতে শৈত্যপ্রবাহের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। পাহাড়ে তুষারপাতের কারণে, সমগ্র উত্তর ভারতে পারদ ৪ ডিগ্রিতে নেমে গেছে। 
 

Weekly Winter Weather Update
  • 10/13

পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের কিছু অংশেও সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে। 

Weekly Winter Weather Update
  • 11/13

ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে যে সোমবার এবং মঙ্গলবার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ, ছত্তিশগড় এবং ওড়িশার বিচ্ছিন্ন স্থানে শৈত্যপ্রবাহের  সম্ভাবনা  রয়েছে।
 

Advertisement
Weekly Winter Weather Update
  • 12/13

দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮  ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা আগের দিনের ৬.৮ ডিগ্রি থেকে বেশি কিন্তু স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। জাতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম, অন্যদিকে সকালে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আবহাওয়া বিভাগ সোমবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস দিয়েছে, কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
 

Weekly Winter Weather Update
  • 13/13

রবিবার জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ঠান্ডা স্থান ছিল অমরনাথ যাত্রার বেস ক্যাম্প, সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ কাশ্মীরেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 
 

Advertisement