Howrah News: কানে দুল পরে স্কুলে আসায় বকাবকি, লিলুয়ায় শিক্ষাকর্মীকে মারধর ছাত্রর

স্কুলে এসেছিল এক কানে দুল পরে। এই নিয়ে এক শিক্ষাকর্মী ওই ছাত্রকে বকাবকি করেন। এতেই ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ওই ছাত্র চড়াও হয় শিক্ষাকর্মীর উপর। রাস্তায় ফেলে ওই শিক্ষাকর্মীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। এমন ঘটনা ঘটেছে লিলুয়ার টিআরজিআর খেমকা হাইস্কুলের। স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

Advertisement
কানে দুল পরে স্কুলে আসায় বকাবকি, লিলুয়ায়  শিক্ষাকর্মীকে মারধর ছাত্রর লিলুয়ায় শিক্ষাকর্মীকে মারধর ছাত্রর

স্কুলে এসেছিল এক কানে দুল পরে। এই নিয়ে এক শিক্ষাকর্মী ওই ছাত্রকে বকাবকি করেন। এতেই ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ওই ছাত্র চড়াও হয় শিক্ষাকর্মীর উপর। রাস্তায় ফেলে ওই শিক্ষাকর্মীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। এমন ঘটনা ঘটেছে  লিলুয়ার টিআরজিআর খেমকা হাইস্কুলের। স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। 

জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত শুক্রবার, ২০ জুন। সেই দিন লিলুয়ার রবীন্দ্র সরণিতে টিআরজিআ  খেমকা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির আর্টসের এক ছাত্র স্কুলে একটি কানে দুল পরে আসে। টিফিনের সময় এই নিয়ে স্কুলের এক শিক্ষাকর্মী জয়দীপ প্রামাণিক ওই ছাত্রকে বকাবকি করেন। তাকে কান থেকে দুল খুলে ফেলতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ছাত্রটি। শনিবার, ২১ জুন ওই শিক্ষাকর্মী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ঝিল রোডে ছাত্রটি দলবল নিয়ে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। বাঁশ এবং লাঠি নিয়ে জয়দীপ প্রামাণিককে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় জখম হন ওই শিক্ষাকর্মী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুলের শিক্ষকরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এই ঘটনার প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। প্রধান শিক্ষক স্বদেশ কুমার গিরি জানিয়েছেন, ওই ছাত্রটি স্কুলের শৃঙ্খলা মেনে চলত না। এমনকি নিয়মিত স্কুলের পোশাক পরেও স্কুলে আসতো না। কানে ফ্যাশনেবল দুল পরে আসতো। বারবার বললেও সে শুনতো না। তাকে বারণ করাতেই শিক্ষা কর্মীকে মারধর করা হয়। এই ঘটনায় তাঁরা আতঙ্কিত।  স্কুলের অন্য একজন শিক্ষক বলেন, ছাত্রটির অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। পুলিশ ওই ছাত্রটিকে থানায় ডেকে সতর্ক করেছে। সোমবার, ২৩ জুন  ছাত্রটি স্কুলে এলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষকরা স্কুলে একটি বৈঠক করেন।  ছাত্রের  বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে সিদ্ধান্ত নেবে। যদিও এ নিয়ে অভিযুক্ত ছাত্র বা তার পরিবারের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Advertisement

রিপোর্টারঃ বৈদ্যনাথ ঝা
 

POST A COMMENT
Advertisement