বয়স্ক মানুষদের জন্য সুখবর। শুরু হল বার্ধক্য ভাতা দেওযার কাজ। তবে রাজ্যের সবাই এই সুবিধা এখনই পাবেন না। এই ভাতা পাবেন ডায়মন্ডহারবার লোকসভা আসনের ৭০ হাজার বয়স্ক মানুষ। এই মানুষরা আবেদন করার পরেও ভাতা পাচ্ছিলেন না এতদিন। এখন তৃণমূলের তরফে প্রত্যেকে মাসে এক হাজার টাকা করে পাবেন। কিছুদিন আগেই তৃণমূলের বিজয়া সম্মিলনী থেকে এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার মানুষকে দলের ভাতা দেওয়া হবে। সেই কথা মতোই আজ থেকে শুরু হয়েছে শিবির।
নভেম্বর মাসে ফলতার বস্ত্র বিতরণী অনুষ্ঠান মঞ্চ থেকে অভিষেক বলেন,' ডায়মন্ডহারবার লোকসভা এলাকার ৭০ হাজার মানুষ দুয়ারে সরকার শিবিরে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নাম লিখিয়েছেন। তাঁদের আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা দেব। সরকার যবে দেবে। আমরা আলাদা করে দেব। জানুয়ারি থেকে আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা পৌঁছে দেব। আমাদের সকল কর্মীরা এই কাজে সাহায্য করবেন। এটাই ডায়মন্ডহারবার মডেল। কারও যদি গায়ে লাগে, তা হলে কিছু করার নেই।' জানুয়ারি মাস থেকে এই ক্যাম্প করার কথা বললেও একমাস আগে থেকেই দলের তরফে বার্ধক্য ভাতা দেওয়ার কাজ শুরু করলেন সাংসদ।
সাংসদ সহায়তা কেন্দ্রে এসে বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাতে পারবেন বয়স্করা। ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এরপর তৃণমূলের কর্মীরা 'এক ডাকে অভিষেক'-র নম্বরে কল করে আবেদনকারীকে সরাসরি কথা বলানো হচ্ছে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। এদিকে, যারা ক্যাম্পে এসে ফর্ম জমা করতে পারবেন না, তাঁদের বাড়িতেই পৌঁছে যাবে দলের প্রতিনিধিরা। তাঁরাই আবেদনপত্র জমা নিয়ে ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেবেন।