IIT খড়গপুরের ঘর থেকে উদ্ধার ছাত্রের দেহ, কীভাবে মৃত্যু?

পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঋতমের দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছিল। ঋতমের বাবা উত্তম কুমার মণ্ডলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Advertisement
IIT খড়গপুরের ঘর থেকে উদ্ধার ছাত্রের দেহ, কীভাবে মৃত্যু?IIT খড়গপুরের ঘর থেকে উদ্ধার ছাত্রের দেহ, কীভাবে মৃত্যু?
হাইলাইটস
  • মৃতের নাম ঋতম মণ্ডল
  • চলতি বছরে চারজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল আইআটি খড়গপুরে

IIT খড়গপুরের পড়ুয়ার রহস্যমৃত্যু। IIT-র একটি ঘর থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম ঋতম মণ্ডল (২৫)। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। এই নিয়ে চলতি বছরে চারজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল আইআটি খড়গপুরে। যা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে আইআইটি কর্তৃপক্ষের ভূমিকা।

শুক্রবার এই শিক্ষা কেন্দ্রের রাজেন্দ্র প্রসাদ হলের ২০৩ নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় ঋতম মণ্ডল (২৫) নামে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। বন্ধুরা তাঁকে ডাকতে গিয়েছিলেন। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় IIT কর্তৃপক্ষকে খবর দেন সহপাঠীরা। কর্তৃপক্ষের ফোন পেয়ে খড়গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ এসে দরজা ভেঙে ঘর থেকে ঋতমের ঝুলন্ত দেহ উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঋতমের দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছিল। ঋতমের বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায়। তাঁর বাবা উত্তম কুমার মণ্ডলকে খবর দেওয়া হয়েছে।  পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এটা আত্মহত্যার ঘটনা নাকি পিছনে অন্য কিছু রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

POST A COMMENT
Advertisement