Biriyani Shop Barrackpur: বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিক গ্রেফতার, বছর দুয়েক আগে সেই গুলি চলেছিল

বছর দুয়েক আগে ব্যারাকপুরের এই বিরিয়ানির দোকানেই গুলি চলেছিল। ২০২২ সালের ১৬মে টিটাগড় ওয়্যারলেস মোড়ে ওই ব‍্যবসায়ীর বিরিয়ানির দোকানে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

Advertisement
বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিক গ্রেফতার, বছর দুয়েক আগে সেই গুলি চলেছিলবিরিয়ানি -- প্রতীকী ছবি
হাইলাইটস
  • অস্ত্র আইনে মামলা ওই বিরিয়ানির দোকানের মালিকের বিরুদ্ধে 
  • ব্যারাকপুরের জনপ্রিয় বিরিয়ানির দোকান
  • দু বছর আগে গুলি চলেছিল

ব্যারাকপুর, বারাসত ও সোদপুরের একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের মালিক গ্রেফতার। বেশ জনপ্রিয় ওই বিরিয়ানি চেইনের মালিকের নাম অনির্বাণ দাস। অস্ত্র মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অনির্বাণকে দু দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত।

অস্ত্র আইনে মামলা ওই বিরিয়ানির দোকানের মালিকের বিরুদ্ধে 

জানা গিয়েছে, অনির্বাণ দাসের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। মধ্যমগ্রামে তাঁর বিরিয়ানির দোকানের পাশে একটি গুদাম ঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। ১১ মাসের চুক্তিতেই ভাড়া দেওয়া হয়েছিল তাঁকে। অভিযোগ, চুক্তির মেয়াদ পেরনোর পরেও ঘর ছাড়তে চাইছিলেন না অনির্বাণ। এবার গুদামের মালিক বিশ্বজিত্‍ দত্ত ঘর ছাড়ার জন্য চাপ দেওয়াতেই নিরাপত্তারক্ষীর বন্দুক নিয়ে খুন করে দেওয়ার হুমকি দেন অনির্বাণ। এরপরেই ওই বিরিয়ানির দোকানের মালিকের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ব্যারাকপুরের জনপ্রিয় বিরিয়ানির দোকান

ব্যারাকপুরের এই বিরিয়ানির দোকান ভীষণ জনপ্রিয়। এখন মধ্যমগ্রাম ও সোদপুরেও তাদের শাখা রয়েছে। সোমবার সন্ধ্যায় অনির্বাণের সঙ্গে দেখা করে গুদাম ঘর খালি করতে বলেন ওই ব্যক্তি। তখনই নিরাপত্তারক্ষীর বন্দুক হাতে নিয়ে বিশ্বজিত্‍কে খুনের হুমকি দেন তিনি। সোমবার রাতেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান বাড়ির মালিক। আর রাতেই অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। বারাসাত আদালতে তোলা হলে অনির্বাণকে দু’দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। যদিও অনির্বাণের স্ত্রীর দাবি, মিথ্যে অভিযোগ আনা হয়েছে।

দু বছর আগে গুলি চলেছিল

বছর দুয়েক আগে ব্যারাকপুরের এই বিরিয়ানির দোকানেই গুলি চলেছিল। ২০২২ সালের ১৬মে টিটাগড় ওয়্যারলেস মোড়ে ওই ব‍্যবসায়ীর বিরিয়ানির দোকানে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বছর দুই আগের সেই ঘটনায় আহত হয়েছিলেন দোকানের এক কর্মী ও ক্রেতা । সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছিল সেই ঘটনার দৃশ্য।

Advertisement

POST A COMMENT
Advertisement