উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাদুবাজার এলাকায় তেলের কারখানায় বয়লার বিস্ফোরণের পরে বিধ্বংসী আগুন। বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখমদের বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। তাদের ৫টি ইঞ্জিন আগুন পুরোপুরি নেভানোর কাজ চালাচ্ছে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।
বুধবার বেলার দিকে আচমকা বয়লার বিস্ফোরণের পরে আগুন লাগে বারাসতের ওই কারখানায়। কারখানার কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে আরও তিনটি আনা হয়। বাদু ফাঁড়ির পুলিশ ও দত্তপুকুর থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। কারখানায় প্রচুর দাহ্য মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ে দমকল। কারণ অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রায় গোটা কারখানায়। অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।
বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা। তাঁদের সকলকেই বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ দাস। উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা তিনি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা দেখা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। আগুনে ঝলসে যাওয়া কর্মীদের কয়েকটি ছবি সামনে এসেছে। যা ভযাবহ।