মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে কিনা সরকারি ত্রিপল দিয়ে প্যান্ডেল? এমন অভিযোগ উঠল দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিসের কর্মী শুভ দত্তের বিরুদ্ধে। দেখা যাচ্ছে, কালো ত্রিপলে 'বিশ্ব বাংলা'র লোগো। মায়ের শ্রাদ্ধে কোথা থেকে এল সরকারি ত্রিপল? শুভ দত্ত দায় চাপালেন ডেকরেটরের উপর। ডেকরেটর আবার দাবি করলেন, সরকারি কর্মীই ত্রিপলগুলি দিয়েছিলেন।
দুর্গাপুর পুরসভার ৪ নম্বর বরোয় কাজ করেন শুভ দত্ত। মঙ্গলবার ছিল মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশ্ব বাংলার লোগো লাগানো সরকারি ত্রিপল দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছে। প্যান্ডেলে যে ত্রিপল ব্যবহার করা হয়েছে, তাতে রয়েছে 'বিশ্ব বাংলার' লোগো। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সরকারি ত্রিপল কীভাবে ব্যবহার করা যেতে পারে? কোথায় পেলেন এই সরকারি ত্রিপল? দুর্গাপুর নগর চার নম্বর বোরো অফিসের কর্মী শুভ দত্তের সাফাই, এই সরকারি ত্রিপলের সঙ্গে তাঁর যোগ নেই। ডেকরেটরই এগুলি এনেছিলেন।
দুর্গাপুর নগর নিগমের সরকারি কর্মচারীর অভিযোগ শুনে ডেকরেটরের কর্মী জানান,'এই সরকারি ত্রিপল বাড়ির শুভই দিয়েছেন'। সরকারি ত্রিপল অসহায় দুর্গত মানুষকে দেওয়া হয়। দিন কয়েক আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতিতে ত্রিপল দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের দুটি করে ত্রিপল দেওয়ার নির্দেশও দেন। সেই সরকারি ত্রিপল কিনা শ্রাদ্ধানুষ্ঠানের প্যান্ডেলে কাজে লাগছে!
দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন,'এ অত্যন্ত অন্যায় কাজ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে'। তদন্তের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের কমিশনারও।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে,এই অন্যায়ের তদন্ত চাই। কে সত্যি কে মিথ্যে তা তদন্ত করবে প্রশাসন। কিন্তু তা বলে শ্রাদ্ধের অনুষ্ঠানে কিনা সরকারি ত্রিপল ব্যবহার করে প্যান্ডেল? একযোগে শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি ও জেলা কংগ্রেস নেতৃত্ব। তাঁদের বক্তব্য,'তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে শুভ দত্তের। তাই সরকারি ত্রিপল ব্যবহারের ছাড়পত্র পেয়েছেন।
সংবাদদাতা: মিলটন পাল