পথ কুকুর-বিড়ালদের জন্য সেবা কেন্দ্র, ২৫ লক্ষ বরাদ্দ সাংসদ জুনেরআদালত আগেই নির্দেশ দিয়েছে ৷ এবার সেই সুযোগকেই কাজে লাগাচ্ছেন সাংসদ জুন মালিয়া ৷ বরাবরই পশু,পথের অবলা প্রাণীদের প্রতি নায়িকা জুন মালিয়ার একটা টান ছিল ৷ এবার সাংসদ হয়েই মেদিনীপুরে অসুস্থ পথ কুকুর থেকে বিড়ালদের চিকিৎসার জন্য সেবা কেন্দ্র তৈরির উদ্যোগের কথা ঘোষণা করলেন তিনি ৷ এ জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করলেন প্রথম ধাপে ৷ পরবর্তীকালে আরও বরাদ্দ হবে বলেও জানিয়েছেন তিনি ৷ সেই সেবা কেন্দ্রে অসুস্থ পথ কুকুর থেকে বিড়ালদের নিয়ে এলেই বিনামূল্যে চিকিৎসা করা হবে ৷ হবে নির্বীজকরণও ৷ মেদিনীপুর শহরের ডিএভি ঘাটে তা করা হবে জানিয়েছেন পৌরপ্রধান।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া ৷ নির্বাচিত হয়েই আলাদা কিছু করার চেষ্টা করেছিলেন মেদিনীপুরের জন্য ৷ সাংসদে জীবনের প্রথম ভাষণেই তুলে ধরেছিলেন খড়গপুর রেল বস্তির কথা ৷ যা নিয়ে অন্য সাংসদরা সেভাবে সরব হননি এতদিন ৷ সেই বস্তির মানুষদের জন্য নিশ্চিত আশ্রয়ের আশ্বাস দিয়েছিলেন সংসদে ৷ মেদিনীপুর লোকসভার বেশ কিছু পুরনো জটিল সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছিলেন ৷ তার মধ্যে অন্যতম হল রেল শহরের পুরনো কিছু সমস্যা ৷ সেগুলি নিয়ে এগোনোর সঙ্গে সঙ্গে এবার মেদিনীপুর শহরে পথ কুকুর ও বিড়ালদের চিকিৎসা কেন্দ্র তথা সেবা কেন্দ্র তৈরির উদ্যোগ নিলেন তিনি ৷ সে জন্য নিজের সাংসদ কোটার বরাদ্দ থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করেছেন মেদিনীপুর পৌরসভাকে ৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'প্রাথমিক ভাবে ২৫ লক্ষ টাকা দেওয়া হল এই সেবা কেন্দ্র নির্মাণের জন্য ৷ পরে প্রয়োজনে আরও দেওয়া হবে ৷ এই কেন্দ্রে মেদিনীপুর, শালবনী-সহ বিভিন্ন জায়গার অসুস্থ পথ কুকুর থেকে বিড়ালদের নিয়ে এসে চিকিৎসা করানো হবে ৷ এই সমস্ত প্রাণীদের প্রতি মায়া হয় ৷ নির্বাচনের আগেই বলেছিলাম করব ৷ এখন তো আদালতও নির্দেশ দিয়েছে প্রতিটি পৌরএলাকাতে তৈরি করার জন্য ৷ তাই উদ্যোগ নেওয়া হচ্ছে ৷'
সেবা কেন্দ্র নির্মাণের কাজ করবে মেদিনীপুর পৌরসভা ৷ তাই এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, 'আমাদের সাংসদ পশুদের প্রতি খুবই সদয় ৷ তাই তিনি উদ্যোগ নিয়েছেন এই নির্মাণের জন্য ৷ সেই কাজের জন্য আপাতত ২৫ লক্ষ টাকা বরাদ্দ করেছেন ৷ এর আগে পশু প্রেমী সংগঠনের সঙ্গে বহুবার আলোচনা করেছিলেন এই বিষয়ে ৷ এখন পৌরসভা এই কাজটা করবে পশুপ্রেমীদের সঙ্গে নিয়ে ৷ সরকারের সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি কাজ শুরু করব ৷ ডিএভি ঘাটের সামনে এটা করব ৷ রাজ্য সরকারের আর্বান ডেভেলপম্যান্ট বিভাগও উদ্যোগ নিয়েছিল হাইকোর্টের নির্দেশে এই কাজ করার জন্য ৷'
সংবাদদাতাঃ শাহজাহান আলি