উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনীহা? স্কুলছুট বাড়ছে বাংলায়? পূর্ব মেদিনীপুরের এই ঘটনায় নানা উদ্বেগ দেখা দিচ্ছে। রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল না প্রায় ২ হাজার পড়ুয়া। জেলায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কেন তারা পরীক্ষায় বসল না, তা খতিয়ে দেখতে শুরু করেছে জেলা প্রশাসন।
ট্যাবের টাকা নিয়ে পরীক্ষায় বসল না
সোমবার শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পূর্ব মেদিনীপুর জেলায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ২৪৮। কিন্তু পরীক্ষায় বসল ৩০ হাজার ২৫৭ জন। অর্থাত্ ১ হাজার ১৯১ জন কম। কিন্তু রাজ্য সরকারের দেওয়া তরুণে স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা এরা প্রত্যেকেই পেয়েছে। তার পরেও প্রায় ২ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষাই দিল না।
জেলা শিক্ষা দফতরও এই বিষয়ে উদ্বিগ্ন
জেলা শিক্ষা দফতরও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, '১ হাজার ৯৯১ জন প্রায় ২ হাজার পরীক্ষায় বসেনি। এই গ্যাপটা তৈরি হয়েছে। অর্থাত্ প্রায় দু হাজার পরীক্ষার্থী এ বছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না। আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টা তদন্ত করবে।'
বিজেপি-র নিশানায় শাসক দল
যদিও এই ঘটনায় জেলার বিজেপি নেতৃত্ব নিশানা করছে রাজ্য সরকারকেই। তাঁদের বক্তব্য, আসলে ট্যাবের টাকা পেলেও বহু ছাত্র-ছাত্রী মনে করছে, বাংলায় তাদের কোনও ভবিষ্যত্ নেই। চাকরি নেই। অন্য রাজ্যে যেতে হবে কাজের সন্ধানে। গরিব পরিবারের হাল ধরতে যে কাজের দরকার, তা বাংলায় জুটছে না।
একাধিক স্কুলে পরীক্ষার্থী কমে গিয়েছে
জেলায় কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে ৩০৮ জন ছাত্র-ছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে ২৮৮ জন। বহিচবেড়িয়া হাইস্কুলে ৬৩ জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে ৫৯ জন। ময়না আদর্শ বিদ্যায়লে দ্বাদশ শ্রেণির মোট ১১৩ জন ট্যাব কেনার টাকা পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে ১০১ জন। এছাড়াও রয়েছে অনেক স্কুল। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের কথায়, 'মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরেও ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে। এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে।'