ডায়মন্ড হারবারে ফের অভিষেককে হুঁশিয়ারি দিলেন আইএসএফ নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকি। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে নওশাদ তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ভাঙড়ের বিধায়ক বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় মাত্র ১৪ শতাংশ উপস্থিত ছিলেন। আসলে তাঁর লোকসভায় যাওয়ার কোনও ইচ্ছেই নেই। তাই ডায়মন্ড হারবারের মানুষ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে।'
পাশাপাশি তিনি বলেন, 'রাজ্যের শাসক দল পুলিশকে ব্যবহার করছে এবং লোক দেখানো থানা ঘেরাও করছেন বিধায়ক। ১০০ দিনের কাজের টাকা ও আবাস দুর্নীতির ঠিকঠাক তদন্ত হোক। এই টাকার ভাগ মন্ত্রীদের পকেটে ঢুকেছে।'
এর আগেই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে লড়ার কথা জানিয়েছিলেন নওশাদ। কয়েকদিন আগেই নওশাদ বলেন, 'ডায়মন্ড হারবারের মানুষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনা ও অন্যান্য ইস্যুতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লড়তে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে ফেরাতে চাই।' তিনি এও বলেন, "আমি কনফিডেন্ট আমি বেশি ভোট পাব। সঠিকভাবে যদি ভোট হয় ৪২টা লোকসভাতেই জিরো হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। বিজেপি ছাড়া অন্যান্য পার্টির সঙ্গে এক জোট হয়ে লড়তে চান তিনি।'
এদিকে, এই কেন্দ্র থেকে দু'বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও সম্ভবত এই কেন্দ্রেই প্রার্থী হবেন তিনি। দল অনুমোদন দিলেই ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে লড়বেন নওশাদ। এর আগে বিজেপির এক মঞ্চ থেকে এই কেন্দ্র থেকে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাই যদি হয়, এই কেন্দ্রই বতে চলেছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভরকেন্দ্র।