Heatwave & Rain Alert: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, বৃষ্টির দেখা মিলবে কবে? বড় আপডেট

যেন দাবদাহ চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। স্বাভাবিকের ওপরে শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই। এমনকি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন সপ্তাহের দিনগুলোও কি এমনই হাসফাঁস গরমে কাটবে নাকি বৃষ্টি হবে? আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
দক্ষিণবঙ্গে  তাপপ্রবাহের পরিস্থিতি, বৃষ্টির দেখা মিলবে কবে? যেন দাবদাহ চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

যেন দাবদাহ চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। স্বাভাবিকের ওপরে শহরের  সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই। এমনকি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন সপ্তাহের দিনগুলোও কি এমনই হাসফাঁস গরমে কাটবে নাকি বৃষ্টি হবে? আগামী কয়েকদিন  কেমন থাকবে রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ
 দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মার্চের শেষেই তাপপ্রবাহের পরিস্থিতি।  শনিবার পুরুলিয়া ও বাঁকুড়াতে তাপপ্রবাহ চলছে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা। তার পরে নামতে পারে পারদ। তবে অস্বস্তি থাকবে।

তাপমাত্রা কমবে কবে?
শনিবার পুরুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। খুব একটা পিছিয়ে নেই কলকাতাও। শনিবার আলিপুরে তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমে তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস।  হাওয়া অফিস বলছে, ইদ পর্যন্ত তাপমাত্রা একইরকম থাকবে। অর্থাৎ গরম দিন এবং দাবদাহ চলবে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। কলকাতায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমের জেলাগুলিতে  ৪০ পেরিয়ে যাবে পারদ। ১ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী তিন-চার দিনে ২ থেকে ৩  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে গরম থেকে আপাতত নিস্তার নেই দক্ষিণবঙ্গে। কারণ আগামী ৪-৫ দিনে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে বৃষ্টি
দক্ষিণে তাপপ্রবাহ চললেও উত্তরবঙ্গে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা ঝড়ের সঙ্গে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া
রবিবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে।  'হট ওয়েদার কন্ডিশন' অর্থাৎ তীব্র গরম থাকবে বেশ কিছুদিন। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি।  শহরে রবিবারের মতোই আবহাওয়া থাকবে সোমবারও। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার IMD  অনুসারে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী শুক্রবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাj ১-২ ডিগ্রি হেরফের ছাড়া উষ্ণতার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি বেশি।

Advertisement

POST A COMMENT
Advertisement