সাড়ম্বরে উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের। অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথদেবের। উইকএন্ড ডেস্টিনেশন দিঘার এই নয়া আকর্ষণ ঘিরে ইতিমধ্যেই মানুষের উৎসাহ তুঙ্গে। দিঘায় জগন্নাথ দর্শনে যেতে ইচ্ছুকরা কোন পথে পৌঁছতে পারবেন সেখানে? মন্দিরের নিকট থাকবেন কোথায়? রইল সুলুক সন্ধান...
কোন রুটে পৌঁছবেন দিঘার জগন্নাথ মন্দিরে?
ট্রেন:
হাওড়া স্টেশন থেকে দৈনিক ৩টি ট্রেন চলে দিঘা পর্যন্ত। সকাল ৬টা ৪০ মিনিটে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সকাল ১১টা ১৫ মিনিটে দুরন্ত এক্সপ্রেস এবং দুপুর ২টো ৪০ মিনিটে কাণ্ডারি এক্সপ্রেস। ফিরতি পথে এই ট্রেনগুলি দিঘাল থেকে ছাড়ে যথাক্রমে সকাল ১০টা ২৫, দুপুর ১টা ৩৫ এবং সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
হাওড়ার পাশাপাশি শালিমার স্টেশন থেকেও দিঘা পর্যন্ত ট্রেন চলে। এ ছাড়াও পুরী থেকে প্রতি বুধবার ও শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে একটি ট্রেন দিঘা যায়। মালদা টাউন থেকে স্পেশাল ট্রেন ছাড়ে প্রতি শনিবার সকাল ৮টা ১০ মিনিটে। বিশাখাপত্তনম থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে একটি ট্রেন দিঘায় যায়। কোচের উপর ভিত্তি করে ট্রেনের টিকিটের খরচ পড়তে পারে মাথাপিছু ১০৫ টাকা থেকে ৭৬০ টাকা পর্যন্ত।
এর মধ্যে যে কোনও ট্রেনে চেপে দিঘা স্টেশনে নেমে সেখান থেকে ১১৬বি জাতীয় সড়ক ধরে ওল্ড দিঘা অভিমুখে ৫০০ মিটার হেঁটে জগন্নাথ মন্দিরে পৌঁছনো যাবে। এ ছাড়াও পাঁশকুড়া-দিঘা লাইনের ট্রেন ধরে দিঘা স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে মন্দিরে পৌঁছনো যাবে।
বাস:
কলকাতা থেকে দিঘায় বাসে চেপে যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা। ধর্মতলা বাস ডিপো থেকে প্রতিদিনই দিঘাগামী বাস চলে। সকাল ৬টা থেকে শুরু হয় পরিষেবা। সরকারি এবং বেসরকারি দুই ধরনের বাস যায় দিঘায়। ধর্মতলার পাশাপাশি গড়িয়া, দমদম, খড়গপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর থেকেও দিঘাগামী বাস মেলে। সরকারি এসি বাসের ভাড়া ১৪৫-১৫০ টাকা। বেসরকারি এসি বাসের ভাড়া ৫০০-৭০০ টাকা পর্যন্ত। যাঁরা বাসে করে আসবেন তাঁদের নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়ক ধরে এসে মন্দিরে যেতে হবে। ওল্ড দিঘা গেটে নেমে হেঁটে ৩ কিলোমিটার গেলেই পৌঁছনো যাবে মন্দিরে। আবার নিই দিঘা বাস ডিপোতে নামলে সেখান থেকে হেঁটে শনি মন্দিরের সামনে দিয়ে ২ কিলোমিটার গেলেই দেখা মিলবে জগন্নাথদেবের।
সড়ক পথ:
প্রাইভেট গাড়িতেও পৌঁছনো যাবে দিঘা জগন্নাথ মন্দির। ওল্ড দিঘার ওপর দিয়ে ও বাইপাস ধরে দু'দিক দিয়েই দিঘার জগন্নাথের মন্দিরে পৌঁছনো যাবে। বাইপাস দিয়ে গেলে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পাশে পরিবহণ দপ্তরের ডিপোর কাছে পৌঁছতে হবে। সেখান থেকে হেঁটে যেতে হবে মন্দিরে। প্রাইভেট গাড়ি পার্ক করা যাবে দিঘা স্টেট জেনারেল হাসপাতালের মাঠ এবং নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে। প্রায় ১৮৫ কিলোমিটার এই পথ যেতে খরচ পড়তে পারে ৩৫০০ টাকার কাছাকাছি। সময় লাগতে পারে ৪ ঘণ্টা ৩০ মিনিট।
পর্যটন স্থল
জগন্নাথ মন্দিরের কাছে পর্যটকরা ঘুরে দেখতে পারেন নিউ দিঘার অমরাবতী পার্ক। এ ছাড়াও রয়েছে মেরিন স্টেশন, অ্যাকোরিয়াম। জগন্নাথ মন্দির এবং গেটের আশপাশে ৫৫০ টাকা থকে শুরু করে ৪৫০০ টাকার একাধিক হোটেলও রয়েছে।