তমলুকে লক্ষ্মী ও কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও পোস্ট শুভেন্দুর

শুভেন্দুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়। কোনওটার মাথা ভেঙে দেওয়া হয়েছে। কোনওটার হাত। উল্টে দেওয়া হয়েছে প্রতিমা-সহ কাঠামো। শুভেন্দুর আরও অভিযোগ, এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় এই রকম মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোটের জন্য রাজ্য সরকার কোনও ব্যবস্থা না নিয়ে বসে আছে।

Advertisement
তমলুকে লক্ষ্মী ও কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও পোস্ট শুভেন্দুরতমলুকে লক্ষ্মী ও কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও পোস্ট শুভেন্দুর
হাইলাইটস
  • বাংলাদেশে মূর্তি ভাঙার ঘটনা নিয়েও সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী
  • এবার তমলুকের ঘটনার সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন

তমলুকের নিমতৌড়িতে ঠাকুর তৈরির কারখানায় লক্ষ্মী ও কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ, গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি হাইরোড সংলগ্ন গণপতি নগরে উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকড়ার প্রতিমা তৈরির কারখানায় লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় ৫০টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সামনেই লক্ষ্মীপুজো, তারপরে কালীপুজো। সেই কারণেই প্রতিমাগুলি তৈরি করা হয়েছিল।

শুভেন্দুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়। কোনওটার মাথা ভেঙে দেওয়া হয়েছে। কোনওটার হাত। উল্টে দেওয়া হয়েছে প্রতিমা-সহ কাঠামো। শুভেন্দুর আরও অভিযোগ, এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় এই রকম মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোটের জন্য রাজ্য সরকার কোনও ব্যবস্থা না নিয়ে বসে আছে।

গত কয়েক বছর ধরেই বাংলাদেশে দুর্গা প্রতিমা-সহ অন্য দেব দেবীর প্রতিমা ভাঙচুরের অনেক ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই বাংলাদেশের নেত্রকোণার কান্দুলিয়া কালীবাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। দুর্গাপুজোর জন্য অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। রাতে কাজ শেষের পর কাপড় ও ত্রিপল দিয়ে মূর্তি ঢেকে রাখা হয়েছিল। পুজোর আগে বাকি কাজ শেষ করার কথা ছিল। কিন্তু তার মধ্যেই দুষ্কৃতীদের বিরুদ্ধে তাণ্ডব চালায়। তার আগে গাজিপুর নগরের কাশিমপুর শ্মশানে একটি মন্দিরের ৬টি প্রতিমা ভাঙচুর করে দুষ্কৃতীরা। ওই মন্দিরে প্রতিবার দুর্গাপুজো হয়। সেজন্য প্রতিমা তৈরি করা হচ্ছিল। দুপুরে মৃৎশিল্পীরা বাড়ি গিয়েছিলেন। সন্ধেবেলা এসে দেখেন, মন্দিরের ভিতরে রাখা প্রতিমা ভাঙা। ছটি প্রতিমা ভাঙচুর করা হয়।

বাংলাদেশে মূর্তি ভাঙার ঘটনা নিয়েও সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তমলুকের ঘটনার সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকার ৩০ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বন্ধ করে রয়েছে, কারণ ভোট বড়ো বালাই।

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement