Fire At Godown In Howrah: হাওড়ার সাঁকরাইলে তেলের গোডাউনে ভয়াবহ আগুন, এলাকা ভরেছে কালো ধোঁয়ায়

হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে তেলের গুদামে ভয়াবহ আগুন। আজ সকাল ৭টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

Advertisement
হাওড়ার সাঁকরাইলে তেলের গোডাউনে ভয়াবহ আগুন, এলাকা ভরেছে কালো ধোঁয়ায়
হাইলাইটস
  • হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে তেলের গুদামে ভয়াবহ আগুন
  • ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে

হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে তেলের গুদামে ভয়াবহ আগুন। আজ সকাল ৭টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কী কারণে ওই গোডাউনে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে গোডাউনের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে বাইরেও আগুন ছড়িয়ে পড়ে। ওই গোডাউনে প্রচুর পরিমাণে ভোজ্য তেল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন ও গোডাউনের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপরে খবর দেওয়া হয় দমকলে। এক এক করে মোট ১১টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

ভয়াবহ আগুনের কারণে গোটা এলাকা কালো ধোঁয়াতে ভরে গিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। আশপাশে আরও গোডাউন থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বেগতিক হলে দমকলের আরও ইঞ্জিন নিয়ে যাওয়া হতে পারে।

 

TAGS:
POST A COMMENT
Advertisement