বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভিন রাজ্যের বাসিন্দা এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। বিশ্ববিদ্যালয়ের আম্রপালি ছাত্রী নিবাস থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় অনামিকা সিং নামে ওই ছাত্রীর। আরজি কর-কাণ্ডের মধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশ্বভারতীর শিল্প সদনের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অনামিকা সি ৷ তিনি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ছাত্রী নিবাস থেকে তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পরে অবস্থার অবনতি হলে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ রাতে শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ আম্রপালি ছাত্রী নিবাসে আসে। হস্টেলে পুলিশ তদন্ত করতে ঢুকলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষকে ছাড়া কীভাবে হস্টেলের ভেতরে পুলিশ প্রবেশ করল? যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল দ্রুত সিল করতেই তারা হস্টেলে ঢুকেছিল। মৃত ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা মনে করা হচ্ছে। তবে এখানে কোনও রহস্য রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।