scorecardresearch
 

West Bengal: সারমেয়কে মারার প্রতিবাদে মহিলার শ্লীলতাহানি? বনগাঁয় চাঞ্চল্য

নির্যাতিতা মহিলার অভিযোগ তার দুই প্রতিবেশী সুদীপ্ত ঘোষ ও বিজয় ঘোষ সম্পর্কে বাবা ও ছেলে এলাকার কুকুরদের প্রায় লাঠি দিয়ে মারতো। এদিনও এলাকার এক কুকুরকে বাঁশ দিয়ে মারতে গেলে প্রতিবাদ করেন ওই মহিলা।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী

সারমেয়কে মারার প্রতিবাদ করায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে, থানার দ্বারস্থ হয়ে অভিযোগ তুলে ধরলেন ওই মহিলা।

গর্ভবতী এক সারমেয়কে বাঁশ দিয়ে আঘাত করছিল দুই প্রতিবেশী। সে সময় ওই এলাকার এক মহিলা প্রতিবাদ করতে গেলে তাকেও বাঁশ দিয়ে মারা হয় বলে অভিযোগ। রাস্তায় ফেলে মারার অভিযোগের পাশাপাশি তার সঙ্গে খারাপ কাজেরও অভিযোগ তোলেন ওই মহিলা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সুভাষপল্লী এলাকায়। এরপরই নির্যাতিতা ওই মহিলা বনগাঁ থানাতে দুই প্রতিবেশী সুদীপ্ত ঘোষ ও বিজয় ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। মহিলার অভিযোগের ভিত্তিতে রাতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

নির্যাতিতা মহিলার অভিযোগ তার দুই প্রতিবেশী সুদীপ্ত ঘোষ ও বিজয় ঘোষ সম্পর্কে বাবা ও ছেলে এলাকার কুকুরদের প্রায় লাঠি দিয়ে মারতো। এদিনও এলাকার এক কুকুরকে বাঁশ দিয়ে মারতে গেলে প্রতিবাদ করেন ওই মহিলা। এরপরেই ওই মহিলার ওপরে তারা চড়াও হয়ে রীতিমতো মারতে থাকে বলে অভিযোগ। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল করে বলেও অভিযোগ। অভিযোগ ওই মহিলাকে রাস্তায় ফেলে গায়েও হাত দেওয়া হয়। এরপরে ওই মহিলা থানার দ্বারস্থ হন। অভিযুক্তদের গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তিবাদী মঞ্চ।
 
এই ঘটনায় এলাকাতেও রীতিমতো সবাই সরব হয়েছেন। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরও শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকেই। এখন দেখার পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষের করেন।

আরও পড়ুন

রিপোর্টার: দীপক দেবনাথ

Advertisement