Mohan Bhagwat in Bengal: ভাগবত আজও থাকছেন বাংলায়, হঠাত্‍ বাড়ল RSS প্রধানের বঙ্গ সফরের মেয়াদ

প্রশ্ন উঠছে, এতদিন কেন বাংলায় সময় দিচ্ছেন ভাগবত? বস্তুত, আরএসএস কোনও রাজনৈতিক দল নয়, তবুও বিধানসভা ভোটের ঠিক আগের বছরে মোহন ভাগবতের দীর্ঘতম বঙ্গ সফর বেশ তাত্‍পর্যপূর্ণ।

Advertisement
ভাগবত আজও থাকছেন বাংলায়, হঠাত্‍ বাড়ল RSS প্রধানের বঙ্গ সফরের মেয়াদপশ্চিমবঙ্গে মোহন ভাগবত -- ফাইল ছবি
হাইলাইটস
  • ৭ ফেব্রুয়ারি থেকে তাঁর কর্মসূচি শুরু হয়
  • ভাগবতের সমাবেশে রাজ্য বিজেপির সামনের সারির অনেক নেতা হাজির ছিলেন
  • বাংলাদেশের নামও শোনা যায়নি ভাগবতের গলায়

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS) ইতিহাসে এমন নজির নেই। এই প্রথম কোনও আরএসএস প্রধান এতদিন টানা কাটাচ্ছেন বাংলায়। রবিবারই পশ্চিমবঙ্গের কর্মসূচি সেরে ফিরে যাওয়ার কথা ছিল RSS প্রধান মোহন ভাগবতের। কিন্তু তাঁর সফর আরেকটু দীর্ঘায়িত হল। যার নির্যাস, আজ অর্থাত্‍ সোমবারও পশ্চিমবঙ্গে থাকছেন তিনি। অতীতে কোনও আরএসএস প্রধানের বাংলায় সফরসূচির মেয়াদ বেড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। প্রশ্ন উঠছে, এতদিন কেন বাংলায় সময় দিচ্ছেন ভাগবত? বস্তুত, আরএসএস কোনও রাজনৈতিক দল নয়, তবুও বিধানসভা ভোটের ঠিক আগের বছরে মোহন ভাগবতের দীর্ঘতম বঙ্গ সফর বেশ তাত্‍পর্যপূর্ণ।

৭ ফেব্রুয়ারি থেকে তাঁর কর্মসূচি শুরু হয়

৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসেছেন মোহন ভাগবত। ৭ ফেব্রুয়ারি থেকে তাঁর কর্মসূচি শুরু হয়। আরএসএস-র সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছিল, ১৬ ফেব্রুয়ারি কর্মসূচি শেষ হবে ও আজ অর্থাত্‍ ১৭ ফেব্রুয়ারি তিনি ফিরে যাবেন। কিন্তু রবিবার পূর্ব বর্ধমানের তালিতে আরএসএস-এর ‘একত্রীকরণ সমাবেশ’ কর্মসূচির পরে জানা গিয়েছে, সোমবারও থাকবেন ভাগবত। মোহন ভাগবত আসার আগে কেশব ভবনে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল, 'আরএসএস-এর সর্বোচ্চ পদাধিকারীদের সফরসূচি বছরের শুরুতেই নির্ধারিত হয়ে যায়। সাংগঠনিক প্রয়োজনীয়তা অনুসারেই বছরের শুরুতে সূচি তৈরি হয়। হঠাৎ করে কোনও পরিস্থিতির উদ্ভবের কারণে কখনও সরসঙ্ঘচালকের সফরসূচি নির্ধারিত হয় না বা বদলায় না। বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে দীর্ঘ বঙ্গসফরের কোনও সম্পর্ক নেই।'

ভাগবতের সমাবেশে রাজ্য বিজেপির সামনের সারির অনেক নেতা হাজির ছিলেন
 
জানা গিয়েছে, আজ অর্থাত্‍ সোমবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে একাধিক কর্মসূচিতে থাকছেন মোহন ভাগবত। মঙ্গলবার সকালে তিনি ফিরে যাবেন। ঠিক কেন আরএসএস প্রধানের সফরের মেয়াদ পশ্চিমবঙ্গে বেড়ে গেল, তা নিয়ে মুখ খুলতে নারাজ আরএসএস-এর বাংলার নেতৃত্ব।  রবিবার তালিতে মোহন ভাগবতের সমাবেশে রাজ্য বিজেপির সামনের সারির অনেক নেতা হাজির ছিলেন। বিজেপি- রাজ‍্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, সাংসদ তথা রাজ‍্য সহ-সভাপতি জগন্নাথ সরকার, সাংসদ তথা রাজ‍্য সাধারণ সম্পাদক জ‍্যোতির্ময় মাহাতো, বিধায়ক তথা আর এক সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ঢোন্ড তাঁদের অন‍্যতম।  সভা শেষে সুকান্তের সঙ্গে ভাগবতের বেশ কিছুক্ষণ আলাদা কথাবার্তা হয়। আরএসএস প্রধানের সঙ্গে আলাদা করে দেখা কলেন জ‍্যোতির্ময়, অগ্নিমিত্রা, জগন্নাথও।

Advertisement

বাংলাদেশের নামও শোনা যায়নি ভাগবতের গলায়

আরএসএস প্রধানের সভায় অনেকেই আশা করেছিলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিছু বলতে পারেন ভাগবত। কিন্তু বাংলাদেশের নামও শোনা যায়নি তাঁর গলায়। মহাভারতের কাহিনি উল্লেখ করে ভাগবত রবিবার সাত‍্যকি, অর্জুন এবং শ্রীকৃষ্ণের শিকারে যাওয়ার এক আখ‍্যান শোনান। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কী ভাবে শিকারে গিয়ে তাঁরা তিন জন বনে রাত কাটিয়েছিলেন, সেই কাহিনি।

POST A COMMENT
Advertisement