Sealdah-Bangaon AC Local Train: AC লোকাল ট্রেনে কবে থেকে বনগাঁ যাওয়া যাবে? বড় আপডেট

শিয়ালদা শাখায় এসি লোকাল ট্রেন চালু হবে কবে? এটাই ছিল সকলের মনে প্রশ্ন। জানা যাচ্ছে আগামি শুক্রবার থেকেই চলবে এসি লোকাল ট্রেন। শিয়ালদা ডিভিশনে ইতিমধ্যেই একটি এসি লোকাল এসে পড়ে রয়েছে। ফের চলতি সপ্তাহে 'আরও একটি এসি লোকাল আসছে শিয়ালদায়। রানাঘাট-শিয়ালদহে চলবে একটি খবর ছিল আগেই। এবার নতুন যে ট্রেনটি আসছে তা চলবে বনগাঁ শাখায়।

Advertisement
AC লোকাল ট্রেনে কবে থেকে বনগাঁ যাওয়া যাবে? বড় আপডেটএসি লোকাল ট্রেন

শিয়ালদা শাখায় এসি লোকাল ট্রেন চালু হবে কবে? এটাই ছিল সকলের মনে প্রশ্ন। জানা যাচ্ছে আগামি শুক্রবার থেকেই চলবে এসি লোকাল ট্রেন। শিয়ালদা ডিভিশনে ইতিমধ্যেই একটি এসি লোকাল এসে পড়ে রয়েছে। ফের চলতি সপ্তাহে 'আরও একটি এসি লোকাল আসছে শিয়ালদায়। রানাঘাট-শিয়ালদহে চলবে একটি খবর ছিল আগেই। এবার নতুন যে ট্রেনটি আসছে তা চলবে বনগাঁ শাখায়। 

বারাসত ও বনগাঁ পর্যন্ত দু'টি ট্রেন চলবে। এই দুটোই চলবে গ্যালপিং হিসেবে। ট্রেন দু'টি সম্ভবত আগামী ১৮ জুলাই চলা শুরু করতে পারে। একটি এসি রেক এসে কারশেডে পড়ে থাকা সম্পর্কে ডিভিশন জানিয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে এই ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। ফলে সময়ের অপেক্ষা। 

১৮ জুলাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা কর্মসূচি হতে পারে। ওই একই দিন বাংলার আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন হওয়ার কথা। কলকাতা-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। শনি ও রবিবার সপ্তাহে দু'দিন চলবে ট্রেনটি। কলকাতা-রানাঘাট-মুর্শিদাবাদ-আজিমগঞ্জ হয়ে মালদহে যাবে এই ট্রেন। 

ভাড়া কত হবে?
জানা যাচ্ছে, বনগী শাখার ক্ষেত্রে রানাঘাট, কৃষ্ণনগরের মতো একই ভাতা ধার্য করা হবে। শিয়ালদা-বারাসাত রুটে প্রত্যেকদিন ভাড়া হতে পারে ৫৬ টাকা। এক্ষেত্রে মান্থলি হাত পারে ৯৯৯০ টাকা। শিয়ালদা থেকে হাবড়া যেতে হলে ভাড়া পড়াতে পারে প্রতিদিন ৮০ টাকা। মান্থলি হিসাবে ২,৭২০ টাকা।

গোবরডাঙার ক্ষেত্রে যথাক্রমে ৯৯ টাকা দৈনিক এবং মান্থলি ২,০৯০ টাকা। আর বনগাঁ যাওয়ার ভাড়া ১৯০ টাকা দৈনিক এবং মাসিক পড়তে পারে ২,২০২০ টাকা। দমদম পর্যন্ত প্রত্যেকদিনের ভাড়া ২৯ টাকা। মাসিক ভাড়া ৫৯০ টাকা।

এসি লোকাল ট্রেনে কী কী পরিষেবা?
এসি লোকালগুলিতে মেট্রোর মতোই স্টেশন এলেই খুলবে ট্রেনের দরজা। ক্যামেরা থাকবে সব কামড়ায়। ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা হবে না যাত্রীদের। পাশাপাশি টক ব‍্যাকও থাকবে। প্রথাম শিয়ালদা মেইন লাইনে চালানো হবে ট্রেনটি। মেট্রোর মতোই এতে থাকছে জিপিএস বেসড অ্যানাউন্সামন্ট সিস্টেম। ফলে কোনও সমস্যা হলে মাঙ্গ সাঙ্গ তা জানাতে পারবেন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ভয়ক্টরিতে বানানো হয়েছে ৬২ রশির বেকটি। শিয়ালদা-রানাঘাট রুটে আগে চালানো হবে। এরপর চলার কৃষ্ণনগর ও বনগাঁ লোকাল। পূর্ব রেল সূত্রে খবর, দ্রুত থাকি রেক আনা হাব। তার এতে পকেটের বোঝায় কত মানুষ এসি লোকালে চাপবেন তাই দেখার।

Advertisement

POST A COMMENT
Advertisement