Cyclone Seniyar Bengal Impact: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'সেনিয়ার'-এর কী গতিবিধি? আগামী ৪৮ ঘণ্টা গুরুত্বপূর্ণ

সকাল ও রাতে শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে। এরমধ্যেই চলতি মরশুমে প্রথমবার ১৬ ডিগ্রির ঘরে নামল কলকাতার পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। শুধু কলকাতাই নয় জেলাগুলিতেও তাপমাত্রাও ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সোলসিয়াসের ঘরে। তবে হাওয়া অফিসের মতে, জাঁকিয়ে শীত পড়ার জন্যে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। আর এসবের মধ্যেই ফের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এখন প্রবল।

Advertisement
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'সেনিয়ার'-এর কী গতিবিধি? আগামী ৪৮ ঘণ্টা গুরুত্বপূর্ণবাংলায় ঘূর্ণিঝড় নিয়ে কী সতর্কতা?

সকাল ও রাতে  শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে। এরমধ্যেই চলতি মরশুমে প্রথমবার ১৬ ডিগ্রির ঘরে নামল কলকাতার পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম।  শুধু  কলকাতাই নয় জেলাগুলিতেও তাপমাত্রাও ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৪ ডিগ্রি সোলসিয়াসের ঘরে।  তবে হাওয়া অফিসের মতে, জাঁকিয়ে শীত পড়ার জন্যে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। আর এসবের মধ্যেই ফের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এখন প্রবল। 

নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস
ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, গতকাল সকালে মালাক্কা ও আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়। সোমবার সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম উপকূলে আছড়ে পড়তে পারে। নিম্নচাপের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে বিশেষভাবে সতর্ক করেছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বাংলায় কী প্রভাব?
হাওয়া অফিস বিশেষ বুলেটিনে জানিয়েছে, মালাক্কা এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে নিম্নচাপ অঞ্চলটি অবস্থান করছে । যা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজকের মধ্যে শক্তি বৃদ্ধি করবে । এরপর তা শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে । পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে । তখন তা অবস্থান করবে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে । আসন্ন ওই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'সেনিয়ার'। এই সেনিয়ার নামটি সংযুক্ত আরব আমীরশাহীর দেওয়া । সেনিয়ারের অর্থ সিংহ । যার প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২ দিন ঝোড়ো হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সমুদ্র উত্তাল থাকবে ৷ তাই পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।  তবে আগামী সাতদিন সেনিয়ারের জন্য এই রাজ্যে কোনও সতর্কতা নেই । দক্ষিণ এবং উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলায় রৌদ্রোজ্জ্বল দিন লক্ষ্য করা যাবে ৷ তবে ঘূর্ণিঝড়ের পার্শ্বপ্রভাবে রাজ্যের আবহাওয়ায় খানিকটা বদল দেখা যেতে পারে মাসের শেষের দিকে । বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা শীত ও দিনের বেলায় আর্দ্রতার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বৃহস্পতিবারের পর রাজ্যের উপকূল ও লাগোয়া কিছু জেলায় মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টির সম্ভবনা। সপ্তাহান্তে বাড়তে পারে জলীয় বাষ্পের পরিমান। 

Advertisement

জাঁকিয়ে শীত কবে?
বঙ্গে আপাতত আরও ৪ দিন শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। জেলাগুলিতে সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে নভেম্বরে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। তার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। আগামী ৩/৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও আপাতত বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছিই। তবে সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় হালকা গরম অনুভূতি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিংয়ের তাপমাত্রা আপাতত ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা রয়েছে প্রবল।

কলকাতা নিয়ে পূর্বাভাস
মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ কলকাতায়। তবে ভোরে কুয়াশার চাদর দেখা গিয়েছে। আপাতত মনোরম থাকবে কলকাতার আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, চলতি মরশুমে প্রথমবার কলকাতার তাপমাত্রা নামল ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন ভোরের তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম।

POST A COMMENT
Advertisement