July 3rd Week Weather Update: নতুন সপ্তাহে ফের নিম্নচাপ, টানা দুর্যোগ বাংলায়, কবে থেকে বাড়বে বৃষ্টি?

বর্ষার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতা এবং শহরতলিতে প্রায় প্রতি দিনই বৃষ্টি হচ্ছে। কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে হালকা বৃষ্টি। আগামীসপ্তাহেও দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা কয়েক দিন ধরে চলত পারে এই বৃষ্টি। কারণ বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
 নতুন সপ্তাহে ফের নিম্নচাপ, টানা দুর্যোগ বাংলায়, কবে থেকে বাড়বে বৃষ্টি? আজও চলবে বৃষ্টি

বর্ষার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতা এবং শহরতলিতে প্রায় প্রতি দিনই বৃষ্টি হচ্ছে। কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে হালকা বৃষ্টি। আগামীসপ্তাহেও দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  টানা কয়েক দিন ধরে চলত পারে এই বৃষ্টি।  কারণ বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

নতুন করে নিম্নচাপ
মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া হয়ে কাঁথির উপর দিয়ে বিস্তৃত উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এদিকে ২৪ জুলাই বৃহস্পতিবার  নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। এছাড়াও বিহার থেকে ঝাড়খন্ড হয়ে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। ফলে নতুন সপ্তাহে  ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাংলার জেলায় জেলায়। 

দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি
আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে। তবে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। কিন্ত বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে পাহাড়-ডুয়ার্সে। আজ রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে ২১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহওয়া দফতর। মঙ্গলবার উত্তরের বেশিরভাগ জেলার কোনও কোনও অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে। বুধবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং-সহ পার্বত্য এলাকায়।

Advertisement

কলকাতার আবহাওয়া
স্থানীয় মেঘ থেকে শনিবার ভালবৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে, আগামী বৃহস্পতিবার থেকে নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শহরে। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 


 

POST A COMMENT
Advertisement