Advertisement

Illegal Pond Filling: মাঝরাতে চলছিল পুকুর ভরাট, তারপর? বজবজে 'হিরো' প্রশাসন

প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ পুকুর ভরাটের অভিযোগ বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়া স্কুল এলাকায়। প্রশাসনের বারণ থাকা সত্ত্বেও রাতে রাতে চলছিল পুকুর ভরাটের কাজ। শেষমেষ রবিবার রাতে ঘটনাস্থলে পৌঁছে পুকুর ভরাটের কাজ বন্ধ করল স্থানীয় ব্লক প্রশাসন, পুলিশ এবং বি এল আর ও। পুকুরের মালিককে উপযুক্ত কাগজপত্র প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement
POST A COMMENT