scorecardresearch
 
Advertisement

Birbhum News : চা ওয়ালার রাতারাতি ভাগ্য বদল, 30 টাকায় কোটিপতি! সটান হাজির থানায়

Birbhum News : চা ওয়ালার রাতারাতি ভাগ্য বদল, 30 টাকায় কোটিপতি! সটান হাজির থানায়

দুবরাজপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরুণ গড়াই। পেশায় তিনি একজন চা বিক্রেতা। দুবরাজপুর থানার সামনেই রাস্তার মোড়ে তাঁর একটি চায়ের দোকান রয়েছে। অভাবের সংসারে নিজের জীবনের ভাগ্য ফেরাতে প্রত্যেক দিনই লটারি টিকিট কাটেন তিনি। প্রত্যেক দিনের মতো 30 টাকা দিয়ে 5 সেমের লটারি টিকিট কাটেন অরুণ। ওই লটারি টিকিটের খেলা ছিল দুপুরে। যার কাছে অরুণ বাবু টিকিট কেটেছিলেন তিনি দুপুরে এসে জানান তার নাম্বারে এক কোটি টাকা লেগেছে। প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না অরুন বাবু। পরে টিকিটের রেজাল্ট মিলিয়ে দেখেন যে তিনি সত্যি সত্যি এক কোটি টাকা জিতেছেন। এরপর দোকান বন্ধ করে তিনি সোজা চলে যান 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাছে। কাউন্সিলর তৎক্ষণাৎ অরুণ গড়াই কে সঙ্গে নিয়ে তার নিরাপত্তার কথা ভেবে দুবরাজপুর থানায় নিয়ে আসেন।

birbhum tea seller won lottery worth crore

TAGS:
Advertisement