দ্রুত গতিতে ছুটে আসছিল বাস। সেই বাসের ভিতরে তখন ভর্তি যাত্রী। বৃষ্টির মধ্যেই হঠাৎই হারিয়ে গেল নিয়ন্ত্রণ। আর তারপরই বড়সড় দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে নিবেদিতা সেতুর টোল প্লাজায়। আসানসোল দুর্গাপুর থেকে একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নিবেদিতা সেতুর গার্ডরেলে ধাক্কা মারে। বাসটির ভিতরে থাকা একজন বয়স্ক যাত্রী ছিটকে পরেন রাস্তায়। জানা গিয়েছে, ঘটনায় কমপক্ষে দশ থেকে বারোজন আহত হয়েছেন বলে খবর।