ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন তৃণমূল সাংসদ অভিনেতা দেবের। বন্যার জেরে সেই অঞ্চলের মানুষ যে অসুবিধের মধ্যে রয়েছেন তা কার্যত মেনে নিলেন দেব। জানালেন, ঘাটালের কবহু এলাকা জলের তলায়। সাধারণ মানুষ পর্যাপ্ত সরকারি পরিষেবা পায়নি। অনেকের বাড়িতে খাদ্য সঙ্কট রয়েছে। এই সময় কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়ে আলোচনা না করে সবার এরসঙ্গে বন্যা কবলিত এলাকার মানুষের সঙ্গে কাজ করা উচিত।