Advertisement

Howrah Celling Collapse: হাওড়ায় গোডাউনের শিলিং ভেঙে বড়সড় দুর্ঘটনা, মৃত ৪

হাওড়ার ঘুসুরিতে গুদামের ছাদ ভেঙ্গে দুর্ঘটনা। মৃত্যু চার শ্রমিকের। জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘুসুরিতে জেএন মুখার্জি রোডের একটি ছাট কাপড়ের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গোডাউনের ভেতর ঘুমোচ্ছিলেন ৯ জন শ্রমিক। তাদের মধ্যে ৪ জনেরই মৃত্যু হয়েছে। বাকি পাঁচজন সময়মতো পালাতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের তরফে জানানো হয়েছিল, একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে পরে জানা যায় বাকি ৩ জনেরও মৃত্যু হয়েছে।

Advertisement
POST A COMMENT