টানা বৃষ্টির জেরে আবারও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় নতুন করে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পাশাপাশি বারংবার জলের তলায় চলে যাচ্ছে রগড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে ডুলুং নদীর ওপরে থাকা গোয়ালমারা কজওয়ে। এর ফলে গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের একাধিক এলাকার সঙ্গে সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝাড়গ্রামের। স্থানীয়রা বলছেন, প্রতি বছরই বর্ষায় এই কজওয়ে জলের তলায় চলে যায়। যার ফলে বন্ধ হয়ে যায় যাতায়াত। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। এ নিয়ে একাধিক বার জলের তলায় গেল এই কজওয়ে। যার ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।