আদিবাসীদের নাটক প্রতিযোগিতা হচ্ছে, আর তাতে আদিবাসীরাই নেই। ফাঁকা হল দেখে একেবারে চটে গেলেন মন্ত্রীমশাই। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ মেদিনীপুর শহরে প্রদ্যুত স্মৃতি সদনে রাজ্য স্তরের আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন হয়। বুধবার তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। 9টি জেলার আদিবাসীদের নিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধন হওয়ার পর দেখা যায় একেবারে উল্টো ছবি। গোটা হলের মধ্যে যারা ছিলেন তারা গুটিকয়েক আদিবাসী ছাড়া বেশিরভাগটা অন্যান্য সম্প্রদায়ের। আর তা দেখেই চটে যান মন্ত্রীরা। আর এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের তিন বিশিষ্ট মন্ত্রী। মানে জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা রানী টুডু, বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। এদিন রাজ্যস্তরীয় এই কর্মসূচির উদ্বোধন পর্বেই আদিবাসীহীন ফাঁকা হল দেখে বেজায় চটে যান মন্ত্রীরা।
Minister Manas Bhuiyan got angry