Advertisement

Dev On RG Kar Incident: 'কন্যাশ্রী, রূপশ্রী...' আরজি কর কাণ্ডে কী বলছেন TMC-র দেব? দেখুন

ফের আরজি কর কাণ্ড নিয়ে সরব দেব। এদিন ঘাটালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব প্রশ্ন তোলেন, 'আমাদের দেশে এতগুলো প্রকল্প রয়েছে নারীদের জন্য। তাও এই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারছি না। কেন এই দুরবস্থা?' পাশাপাশি তিনি জানান, এই কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও-এর কোনও মানে নেই, যদি আমরা আমাদের দেশের মেয়েদের না বাঁচাতে পারি।'

Advertisement
POST A COMMENT