scorecardresearch
 

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫ রোগীর দেহে মিলল ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ! ছড়াল আতঙ্ক

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে স্বাস্থ্য দফতরের কর্তারা।ইতিমধ্যেই ভারতের একাধিক জায়গায় করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাদের তরফে প্রস্ততি নিতে শুরু করেছে। তারই মাঝে উত্তরবঙ্গের এই নতুন আক্রান্তের সংখ্যায় ছড়াল আতঙ্ক।  

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫ করোনা রোগীর শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মিলল
  • এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গজুড়ে
  • আক্রান্তরা প্রত্যেকেই দার্জিলিং জেলার বাসিন্দা

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫ করোনা রোগীর শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মিলল। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গজুড়ে। জানা গেছে, আক্রান্তরা প্রত্যেকেই দার্জিলিং জেলার বাসিন্দা। কলকাতা থেকে গতকাল রাতে এই কবর আসতেই শুরু হয়েছে তৎপরতা। এখানেই শেষ নয়, ডেল্টা ভ্যারিয়েন্ট ছাড়াও, তাঁদের দেহে UK ভ্যারিয়েন্টের স্টেনও পাওয়া গেছে। 

উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ- 

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে স্বাস্থ্য দফতরের কর্তারা।ইতিমধ্যেই ভারতের একাধিক জায়গায় করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাদের তরফে প্রস্ততি নিতে শুরু করেছে। তারই মাঝে উত্তরবঙ্গের এই নতুন আক্রান্তের সংখ্যায় ছড়াল আতঙ্ক।  

UK স্ট্রেনে আক্রান্ত- 

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কিছুটা কমলে স্বাভাবিক ছন্দ ফিরছিল গোটা দেশ। তবে সম্প্রতি কিছুদিন আগে সিকিমে ৯৭ জনের শরীরে মিলেছিল করোনার ডেল্টা ভেরিয়ান্ট এর সংক্রমণ। যা ঘিরে চিন্তা বাড়ছিল উত্তরবঙ্গে। এবার উত্তরবঙ্গে হানা দিল করোনার ডেল্টা ভেরিয়ান্ট। উত্তরবঙ্গ মেডিক্যাল  কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের শরীরে এই হদিশ মিলেছে। সেই সঙ্গে সংক্রমিতর শরীরে মিলেছে UK স্ট্রেন মত সংক্রম। মেডিক্যাল সূত্রে জানা গেছে, UK স্ট্রেনে আক্রান্ত ২ জন। শিলিগুড়ির মহামায়া কলোনি ও মাটিগাড়া ব্লকের থুম্বাজোত এলাকার বাসিন্দা।

সকলেই শিলিগুড়ি ও দার্জিলিংয়ের বাসিন্দা- 

অন্যদিকে ডেল্টা ভেরিয়ান্ট মিলেছে ৫ জনের শরীরে। এরা সককেই শিলিগুড়ি ও দার্জিলিং পাহাড়ের বাসিন্দা। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, সিকিমে ডেল্টা ভেরিয়েন্ট হাদিসের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের VRDL ল্যাবরটরি থেকে ডেল্টা আক্রান্তদের খোঁজে কলকাতায় নমুনা পাঠানো হয়েছিল। তবে গত সপ্তাহে সিকিমে ডেল্টা ভেরিয়েন্টের হদিস মেলে কলকাতা থেকে আসা রিপোর্টে। অবশেষে সোমবার রাতে কলকাতা থেকে উত্তরবঙ্গ মেডিক্যালের রিপোর্ট  এলে সেখানেও ৫জনের শরীরে ডেল্টা ভেরিয়েন্ট ও দু'জনের শরীরের UK স্ট্রেনের হদিশ মেলে। মঙ্গলবার এই খবর ছড়িয়ে পড়তেই উত্তরবঙ্গ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আক্রান্তরা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।

Advertisement

সুপারের বক্তব্য- 

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, সম্প্রতি কিছুদিন মেডিক্যালের VRDL থেকে কলকাতায় নমুনা পাঠানো হয়। সেইমত রিপোর্টে পাঁচ জনের ডেল্টা ভেরিয়েন্ট ও দুই জনের UK স্ট্রেনের সংক্রমিত হয়েছে। তবে বিষয়টি দেখা হচ্ছে।

অন্যদিকে এই প্রসঙ্গে দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, বিষয়টি দেখা হচ্ছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Advertisement