Abhishek Banerjee: 'আমার বয়স ৩৬, ওনার ৭২', নাম না করে মোদীকে টার্গেট অভিষেকের, '৩৬ বছরেই এত দুর্নীতি', পাল্টা দিলীপ

সিবিআই জেরার পর বাঁকুড়ায় নবজোয়ার যাত্রায় ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সোনামুখীর সভায় একের পর এক তোপ দাগলেন বিজেপি তথা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। অভিষেক বলেন, “আজ ২৬ দিন। অনেকে ভেবেছিল পারব না৷ ইডি, সিবিআই লাগাতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। যা লোক হচ্ছিল তার তিনগুণ হচ্ছে। বাঁকুড়ার এই গরমে মানুষ বেরিয়ে আসছেন। আমি তিনদিন স্থগিত করেছিলাম। আজ সেখানেই অধিবেশন করছি। এই জেলার সংগঠন আমাদের তুলনামূলক ভাবে দুর্বল।”

Advertisement
'আমার বয়স ৩৬, ওনার ৭২', নাম না করে মোদীকে টার্গেট অভিষেকের, '৩৬ বছরেই এত দুর্নীতি', পাল্টা দিলীপফাইল ছবি
হাইলাইটস
  • সিবিআই জেরার পর বাঁকুড়ায় নবজোয়ার যাত্রায় ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • সোমবার সোনামুখীর সভায় একের পর এক তোপ দাগলেন বিজেপি তথা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে।

সিবিআই জেরার পর বাঁকুড়ায় নবজোয়ার যাত্রায় ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সোনামুখীর সভায় একের পর এক তোপ দাগলেন বিজেপি তথা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। অভিষেক বলেন, “আজ ২৬ দিন। অনেকে ভেবেছিল পারব না৷ ইডি, সিবিআই লাগাতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। যা লোক হচ্ছিল তার তিনগুণ হচ্ছে। বাঁকুড়ার এই গরমে মানুষ বেরিয়ে আসছেন। আমি তিনদিন স্থগিত করেছিলাম। আজ সেখানেই অধিবেশন করছি। এই জেলার সংগঠন আমাদের তুলনামূলক ভাবে দুর্বল।”

নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, “কেউ ভাবেনি ১০ বছর আগে মোদি প্রধানমন্ত্রী হবেন৷ ১০ বছর পরে কি হবে কেউ জানে? ইডি, সিবিআই লাগাক আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমার বয়স ৩৬, ওনার বয়স ৭২৷ আমার ডাবল বয়স। ইডি, সিবিআই লাগিয়ে লড়াই না করে, জনতার মাঝে এসে লড়াই করুন৷ ইডি, সিবিআই লাগিয়ে বাংলার টাকা বন্ধ করে কী হবে?”

বিষয়টিতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, '৩৬ বছরেই যদি কেউ এত দুর্নীতি করে, ৭২ এ গিয়ে কি করবে? মোদী ৫০ বছর ধরে সামাজিক ও রাজনৈতিক জীবনে আছেন। তাকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। উনি যেন ভুলে না যান, মোদী শাহ কে ফাঁসাতে কেস গুজরাট থেকে তুলে মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল। তারা সেখানেও গেছেন। কেউ রাস্তা অবরোধ করেনি। কেউ কোর্টের বিরুদ্ধে যায়নি। কেউ সরকারকে গালাগাল দেয়নি। আমরা আগুনের থেকে সোনা চকচকে হয়ে বেরিয়ে আসার মতো কোর্টে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে এসেছি।' 

আরও পড়ুন-আজ নবান্নে মমতা-কেজরিওয়াল বৈঠক, 'মহাজোট' নিয়ে কথা?

 

POST A COMMENT
Advertisement