করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবার তিনি মুর্শিদাবাদ জেলায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর তরফে ৫০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল তৈরির দাবি জানালেন।
চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, ' আমি এর আগে একাধিকবার জানিয়েছি, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অন্যতম পিছিয়ে পড়া জেলা। এই জেলার বেশিরভাগ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে। এমনিতেই বেশিরভাগ পরিবার দিন আনে দিন খায়। এই কোভিড পরিস্থিতিতে তারা আরও বিপাকে পড়েছে।'
আরও পড়ুন : ঘুর্ণিঝড় Yaas! রাজ্যে জারি Alert, প্রস্তুতি নিচ্ছে ওড়িশাও
মুর্শিদাবাদের করোনা পরিস্থিতি ও জেলার মানুষের অবস্থার কথা বিবেচনা করে ৫০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল তৈরির দাবি জানান বহরমপুরের সাংসদ। তিনি লেখেন, 'বর্তমান পরিস্থিতিচর কথা মাথায় রেখে আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, জেলায় DRDO-এর তরফে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল বানানো হোক। এতে জেলার মানুষ উপকৃত হবে।'
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেশন প্ল্যান্ট বসানোর আবেদনও জানিয়েছেন অধীর চৌধুরী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে যেন এই টাকা অনুমোদন করা হয় সেই আর্জিও জানিয়েছেন অধীরবাবু।
প্রসঙ্গত, এই প্রথম নয়। আগেও পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি মোকাবিলায় একাধিকবার মোদীকে চিঠি লিখেছিলেন অধীরবাবু। কয়েকদিন আগেই তিনি একটি চিঠিতে, রাজ্যের গরিব মানুষদের মাসে ৬ হাজার টাকা ভাতা দেওয়ার আবেদন জানান। তার আগে ভ্যাকসিন ও অক্সিজেনের অপ্রতুলতা নিয়ে তিনি মোদীকে চিঠি দিয়েছিলেন।