
দেশে করোনার প্রকোপ এখন অনেকটাই অস্তমিত। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। রাজ্যে খুলে গিয়েছে স্কুল-কলেজও। এবার শন্তিনিকেতনে যাওয়া পর্যটকদের জন্য রয়েছে সুখবর। করোনার প্রভাব কাটিয়ে খুলতে চলছে রবীন্দ্রভবন মিউজিয়াম। সেইসঙ্গে শুরু হচ্ছে প্রথম শ্রেণি থেকে আষ্টম শ্রেণি পর্যন্ত অফলাইন ক্লাস। খুলছে পাঠভবন হোস্টেলও।
২০০০ সালের মার্চে বন্ধ হয়েছিল মিউজিয়াম
করোনার প্রভাব কাটিয়ে দীর্ঘ দু-বছর বন্ধ থাকার পর খুলতে চলেছে রবীন্দ্রভবন এবং মিউজিয়াম। আগের মত শান্তিনিকেতনে আসা পর্যটকেরা টিকিট কেটে মিউজিয়াম দেখতে পাবেন। একই ভাবে প্রথম শ্রেনী থেকে আষ্টম শ্রেনী পর্যন্ত অফলাইন ক্লাস শুরু হচ্ছে। খুলে দেওয়া হচ্ছে পাঠভবন হস্টেল। এর ফলে বিশ্বভারতীর সব বিভাগে পঠনপাঠন স্বাভাবিক হতে চলেছে। খুলে দেওয়া হচ্ছে বিশ্বভারতীর গেস্ট হাউস গুলিওতে। বুধবার বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
১৬ তারিখ থেকে খুলছে রবীন্দ্রভবন
আগামী ১৬ তারিখ থেকে খুলতে চলছে রবীন্দ্রভবন, মিউজিয়াম এবং সংরক্ষণাগার। বিজ্ঞপ্তি দিয়ে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ওই দিন থেকে টিকিট কেটে পর্যটকেরা রবীন্দ্রভবন চত্তরে ঢুকতে পারবেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি উত্তরায়ণ,শ্যামলী,উদীচী সহ পাঁচটি বাড়ি রয়েছে। এছাড়া রবীন্দ্রভবনের বিচিত্রা বাড়িতে রয়েছে মিউজিয়াম। রবীন্দ্রনাথ এবং তার পরিবারের সদস্যদের পাওয়া বিভিন্ন সম্মান, ব্যবহার্য সামগ্রী সহ বিভিন্ন জনিস রয়েছে। যা পর্যকেরা টিকিট কেটে দেখতে পারেন। আর সংরক্ষণাগারে রবীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ এবং সেই সময়ের বিখ্যাত শিল্পীদের আঁকা কয়েক হাজার বহুমূল্য ছবি, ফটো রয়েছে। যার আনুমানিক মূল্য হাজার কোটির বেশি। এখানে সাধারণের প্রবেশ সম্পূর্ন নিষিদ্ধ। রবীন্দ্রভবনে ঢোকার জন্য টিকিট রয়েছে। ভারতীয় এবং বিদেশী ছাত্রছাত্রীরা তাদের পরিচয়পত্র দেখালে ১০টাকা টিকিট কেটে রবীন্দ্রভবনে ঢুকতে পারবে। একই ভাবে ভারতীয় পর্যটকদের জন্য ৭০টাকা, সার্ক গোষ্টীভূক্ত বিদেশী নাগরিকদের জন্য ৩০০টাকা এবং অন্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে।
রবীন্দ্রভবন সূত্রে জানা গিয়েছে, গরমের সময় বাদ দিয়ে সারা বছর দেশ-বিদেশের প্রচুর মানুষ আসেন শান্তিনিকেতন। সেই সময় রবীন্দ্রভবনে প্রতিদিন ৫০হাজার থেকে এক লক্ষ টাকার টিকিট বিক্রী হয়। গত দু-বছর ধরে বন্ধ থাকার জন্য কয়েক কোটি টাকা বিশ্বভারতীর ক্ষতি হয়েছে। এদিকে আগামী ১৬ তারিখ থেকে পাঠভবন এবং শিক্ষাসত্রে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। নবম থেকে দ্বাদশ আগেই খুলে গিয়েছে। এর জন্য ১৫ তারিখ থেকে পাঠভবন হস্টেল খুলে যাচ্ছে। ওই দিন থেকেই ক্যান্টিন,কিচেনও খুলে যাবে। ২৩ তারিখ থেকে ছোটদের মৃণালিনী আনন্দ পাঠশালা এবং সন্তোষ পাঠশালাও খুলে যাবে। ১৬ তারিখ থেকে বিশ্বভারতীর গেস্ট হাউসগুলিও খুলে দেওয়া হচ্ছে। বর্তমানে শান্তিনিকেতনে পাঁচটি এবং কলকাতায় একটি গেষ্ট হাউস রয়েছে। অনলাইনে আবেদন করে সাধারন মানুষ গেস্ট হাউস গুলিতে থাকতে পারেন।