Anis Khan Death Case : 'খুন নয়, ছাদ থেকে পড়ে মৃত্যু আনিস খানের', চার্জশিট SIT-এর

Anis Khan : খুন হননি। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আমতার ছাত্রনেতা আনিস খানের। উলুবেড়িয়া আদালতে চার্জশিটে জানাল রাজ্যের তদন্তকারী সংস্থা SIT।

Advertisement
'খুন নয়, ছাদ থেকে পড়ে মৃত্যু আনিস খানের', চার্জশিট SIT-এরআনিস খান (ফাইল ছবি)
হাইলাইটস
  • ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আমতার ছাত্রনেতা আনিস খানের
  • উলুবেড়িয়া আদালতে চার্জশিটে পেশ করে জানাল রাজ্যের তদন্তকারী সংস্থা SIT

খুন হননি। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আমতার ছাত্রনেতা আনিস খানের। উলুবেড়িয়া আদালতে চার্জশিটে পেশ করে জানাল রাজ্যের তদন্তকারী সংস্থা SIT। 

ঘটনার ১৪৪ দিনের মাথায় আজ এই চার্জশিট পেশ করে SIT। সূত্রের খবর, সেই চার্জশিটে আমতা থানার তৎকালীন OC দেবব্রত চক্রবর্তী-সহ ৫ জনের নাম রয়েছে। সূত্রের আরও খবর, চার্জশিটে উল্লেখ ওই দিন রাতে আনিসের বাড়িতে রেড করতে যায় পুলিশ। চারজন পুলিশ কর্মী গিয়েছিলেন। তাঁদের মধ্যে ২ জন উপরে যান। তখনই আনিস ছাদ থেকে নিচে পড়ে যান। 

তবে আনিসের বাড়িতে নিয়ম মেনে রেড করা হয়নি। গাফিলতির জেরে আনিসর মৃত্যু হয়েছে বলেও উল্লেখ SIT-এর চার্জশিটে। পুলিশকর্মীরা আনিসকে ছেড়ে যে চলে যান তাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। 

আরও পড়ুন : West Bengal Scholarship 2022 : কালই আবেদন শেষ, প্রতি মাসে পড়ুয়ারা ৫ হাজার টাকা পাবেন; কারা-কীভাবে?

চার্জশিটেও এও উল্লেখ, কর্নাটকের হিজাব-বিতর্ক নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আনিস। সেই তদন্তেই আনিসের বাড়িতে যায় পুলিশ। SIT-এর এও দাবি, ফরেন্সিক রিপোর্ট মোতাবেকই এই চার্জশিট পেশ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিস খানের। সেই রাতে আনিসের বাড়িতে পুলিশ গিয়েছিল। 

আনিসের পরিবারের অভিযোগ, পুলিশই খুন করেছে ওই ছাত্রনেতাকে। সেজন্য তাঁর SIT-এর উপর আস্থা নেই। CBI তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে সেই দাবিও জানিয়েছিলেন তিনি। তবে তা খারিজ করে SIT-এর উপর আস্থা রাখে আদালত। এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে আনিসের পরিবার।   
 

POST A COMMENT
Advertisement