Shyamal Adak : গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক, একাধিক দুর্নীতির অভিযোগ হলদিয়ার প্রাক্তন পুর-চেয়ারম্যানের বিরুদ্ধে

বিজেপির অভিযোগ, অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে শ্যামল আদককে। যদিও পুলিশ জানিয়েছে, সুতাহাটা বাজারে অটো এবং ট্রেকার স্ট্যান্ডের দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে শুভেন্দু-ঘনিষ্ঠকে। 

Advertisement
গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক, দুর্নীতির অভিযোগ প্রাক্তন পুর-চেয়ারম্যানেsaurav adak
হাইলাইটস
  • শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে (Shyamal Adak) গ্রেফতার করল পুলিশ ।
  • সুতাহাটা থানার অটো-ট্রেকার স্ট্যান্ডে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে (Shyamal Adak) গ্রেফতার করল পুলিশ । সুতাহাটা থানার অটো-ট্রেকার স্ট্যান্ডে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

একই মামলায় আগেই কাউন্সিলর সত্যব্রত দাস গ্রেফতার হয়েছেন। তবে হাইকোর্টের নির্দেশ ছিল, গ্রেফতার করা যাবে না পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। তারপরেও শ্যামল আদককেও গ্রেফতার করল সুতাহাটা থানার পুলিশ। যদিও পুলিশের দাবি, অন্য মামলায় গ্রেফতার করা হয়েছে শ্যামলকে। আজ, রবিবারই তাঁকে হলদিয়া আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।

হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে ওঠা অনিয়ম মামলায় এর আগে সিট গঠন করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এমনকী, তিনি পলাতকও ছিলেন বলে সূত্রের খবর। কিন্তু কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, কোনওভাবেই গ্রেফতার করা যাবে না শ্যামল আদককে। 

বিজেপির অভিযোগ, অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে শ্যামল আদককে। যদিও পুলিশ জানিয়েছে, সুতাহাটা বাজারে অটো এবং ট্রেকার স্ট্যান্ডের দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে শুভেন্দু-ঘনিষ্ঠকে। 

সূত্রের খবর, টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক নির্মাণ সংস্থার মালিক অরুণাংশু মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং ঘাটাল পুরসভা এলাকার কাজে ভুয়ো নথি দেখিয়ে তাঁর সংস্থার নামে ৮৬ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ক্রেডেনসিয়াল তৈরি করেছেন বলে অভিযোগ। 

আরও পড়ুন: একটু পরেই টেট, পরীক্ষা কেন্দ্রমুখী প্রার্থীরা, যানজট-বাড়তি ভাড়ার অভিযোগ

 

POST A COMMENT
Advertisement