scorecardresearch
 

ইতিহাসে অশোকনগর! গ্য়াস, তেল উত্তোলন কেন্দ্রের কাজ শুরু

এই দিনটি অশোকনগরবাসী সব সময় মনে রাখবেন। ২০ ডিসেম্বর থেকে সেখানে শুরু হল তেল ও গ্য়াস উত্তোলন কেন্দ্র। রাজ্যের প্রথম। এখন থেকে নয়া পরিচয়ে দুনিয়ার কাছে পরিচিত হবে। এদিন যার উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

Advertisement
কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
হাইলাইটস
  • ইতিহাসে অশোকনগর
  • গ্য়াস, তেল উত্তোলন কেন্দ্রের কাজ শুরু
  • উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

এই দিনটি অশোকনগরবাসী সব সময় মনে রাখবেন। ২০ ডিসেম্বর থেকে সেখানে শুরু হল তেল ও গ্য়াস উত্তোলন কেন্দ্র। রাজ্যের প্রথম। এখন থেকে নয়া পরিচয়ে দুনিয়ার কাছে পরিচিত হবে। এদিন যার উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

রবিবার থেকে শুরু হল অশোকনগর (Ashoknagar)-এ রাজ্যের প্রথম গ্যাস ও তৈল উত্তোলন কেন্দ্রের পথ চলা। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরই নয় রাজ্যের মুকুটেুও অশোকনগরের গ্যাস উত্তোলন কেন্দ্রের মাধ্যমে জুটল নতুন পালক। একই সঙ্গে ইতিহাসের পাতাতেও উঠল অশোকনগর (Ashoknagar)-এর নাম। এদিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন।

অশোকনগরে সন্ধান মিলেছিল ভুর্গভস্থ বিপুল তেলের ভাণ্ডার। তা বাণিজ্যিক ভাবে কাজে  লাগানো সম্ভব। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র যাদব জানিয়েছিন, অশোকনগরে ভূর্গভস্থ তেল থেকে বাণিজ্যিক ভাবে উৎপাদন সম্ভব। 

কবে মেলে হদিশ

২০১৮ সালে ওএনজিসি অশোকনগর (Ashoknagar)-এ এই তেলের খনির সন্ধান। পরে সেই তেল পরীক্ষার জন্য পাঠানো হয়। শুধু মাত্র তেল নয়, বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাসেরও সন্ধান মেলে এই এলাকায়। এর আগে সুন্দরবনের আশেপাশের কিছু এলাকা থেকে এমন তেলের কুয়োর সন্ধান মিলেছিল। কিন্তু সে তেল ব্যবহারযোগ্য ছিল না। ফলে স্টকহোল্ডাররা প্রায় ২ বছর ধরে অপেক্ষা করছিলেন। এবার অশোকনগরে তেলের কুয়োর ব্যবহারযোগ্য সেটা সামনে আসতেই উত্তেজনা বাড়ছে সব মহলে। জানা গিয়েছে, দিনে এক লাখ কিউবিক প্রাকৃতিক গ্য়াস ও তেল এখান থেকে উৎপাদন করা সম্ভব।

অর্থনৈতিক সমৃদ্ধির আশা

আপাতত রাজ্যের সঙ্গে জমির বিষয়ে আলোচনা চলছে। জানা যাচ্ছে, ওই এলাকায় প্রাকৃতিক গ্যাস ও তেলের কুয়োর জন্য মোট ১০০ একর জমি লাগতে পারে। সব কিছু ঠিকঠাক চললে এখান থেকে মোটা অঙ্কের রাজস্ব পাবে রাজ্য সরকারও। সেই সঙ্গে এলাকার অর্থনৈতিক পরিস্থিতিও বদলে যাবে বলে মনে করা হচ্ছে। তেলের এই বিপুল ভাণ্ডার যে রয়েছে, সেখানে বিরাট কর্মসংস্থানও হতে পারে। ভূর্গভস্থ এই তেলের দ্রুত উৎপাদন শুরু করতে চেয়েছিল কেন্দ্র। তার কাজ শুরু হয়ে গেল।

Advertisement

বিশেষজ্ঞরা দাবি করে আসছিলেন, ওই এলাকায় তেলের উৎস থাকতে পারে। এবার তাদের দাবি সত্যি প্রমাণ করে উত্তর ২৪ পরগনার অশোকনগর মিলল তেলের ভাণ্ডার।

Advertisement