scorecardresearch
 

বিষ্ণুপুরে TMCP-র পতাকা তুললেন কলেজের অধ্যক্ষা, শুরু জোর বিতর্ক

বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই কলেজের গেটের সামনে নিজের হাতে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তুলছেন। শুধু তাই নয় কেক কেটে বিধায়ককে খাইয়েও দিচ্ছেন তিনি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই, শোরগোল শুরু হয়ে যায় রাজনৈতিকমহলে। প্রশ্ন উঠতে থাকে, কলেজের অধ্যক্ষা হয়ে কীভাবে তিনি কোনও রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করতে পারেন? 

Advertisement
টিএমসিপি-র পতাকা (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া) টিএমসিপি-র পতাকা (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
হাইলাইটস
  • অধ্যক্ষার ভূমিকায় বিতর্ক
  • তুললেন টিএমসিপি-র পতাকা
  • সমালোচনায় সরব বিরোধীরা

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসে টিএমসিপি-র পতাকা তুললেন কলেজের অধ্যক্ষা। যার জেরে শুরু বিতর্ক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজে। অধ্যক্ষের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা। আলোড়ন পড়ে গিয়েছে শিক্ষামহলেও। যদিও যাঁকে ঘিরে এত বিতর্ক সেই অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই অবশ্য সংবাদমাধ্যমকে জানান, "ছেলেদের আবদারে পতাকা তুলেছি। প্রিন্সিপাল সত্তার বাইরে বেরিয়ে ব্যক্তিসত্তা থেকে আগের বছরের মতো এবছরও পতাকা তুলেছি।"

জানা গিয়েছে, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই কলেজের গেটের সামনে নিজের হাতে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তুলছেন। শুধু তাই নয় কেক কেটে বিধায়ককে খাইয়েও দিচ্ছেন তিনি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই, শোরগোল শুরু হয়ে যায় রাজনৈতিকমহলে। প্রশ্ন উঠতে থাকে, কলেজের অধ্যক্ষা হয়ে কীভাবে তিনি কোনও রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করতে পারেন? 

ঘটনার বিরুদ্ধে রীতিমতো সরব হন এলাকার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সংবাদমাধ্যমে তাঁর প্রতিক্রিয়া, "এই ঘটনার ধিক্কার জানাই"। এমনকী প্রমোশন পাওয়ার জন্যই ওই অধ্যক্ষা বিশেষ একটি রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছেন বলেও দাবি করেন সৌমিত্র খাঁ। যদিও স্বপ্না ঘোড়ুইয়ের পাশে দাঁড়িয়ে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব মুখোপাধ্যায় বলেন, "অধ্যক্ষা কলেজে এসেছিলেন। আমরা যখন পতাকা উত্তোলন করছিলাম তখন উনি পাশ দিয়ে যাচ্ছিলেন। আমরাই ওঁকে ডাকি ও উনি পতাকা উত্তোলনে সহায়তা করেন। তবে অধ্যক্ষা ও তৃণমূলের তরফে ঘটনায় সাফাই দেওয়ার চেষ্টা করা হলেও, বিতর্ক থামছে না শিক্ষামহলে।" 

আরও পড়ুনদিনভর ঘটছে নানান ঘটনা, আপনি জেনে নিন এক ক্লিকে


 

Advertisement

Advertisement