রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। কন্যাকুমারী থেকে ১২টি রাজ্যে ছুঁয়ে এই যাত্রা পৌঁছনোর কথা কাশ্মীরে। প্রথমে সেই যাত্রাপথে বাংলা ছিল না। তবে এবার সেই কর্মসূচিতে শামিল হচ্ছে প্রদেশ কংগ্রেস। বাংলায় সাগর থেকে পাহাড় পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে বিধানভবন। জানা যাচ্ছে, গত ২০ সেপ্টেম্বর এআইসিসি-র তরফে বাংলার পর্যবেক্ষক তথা সাংসদ এ চেল্লাকুমারের উপস্থিতিতে পিসিসি-র বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। সেখানেই ঠিক হয় সাগর থেকে পাহাড় পর্যন্ত আয়োজিত হবে এই পদযাত্রা। আগামী ২৮ ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই এই পদযাত্রার সূচনা হবে।
এই কর্মসূচিতে বাস্তবায়িত করতে রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছে প্রদেশ কংগ্রেস। সেই কমিটিতে রয়েছেন অসিত মিত্র, নেপাল মাহাতো-সহ ১২ জন কংগ্রেস নেতা। মোট ১১টি জেলা ছুঁয়ে যাবে প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সেই জেলাগুলি হল, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর এবং দার্জিলিং। তবে বাংলার কর্মসূচিতে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) পাওয়া যাবে কিনা সেই বিষয়ে অবশ্য এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
তবে রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, বাংলায় কংগ্রেসের সংগঠনের হাল খুবই খারাপ। সেক্ষেত্রে এরাজ্যে কংগ্রেসের এই কর্মসূচি কতোটা সাড়া ফেলতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কারও কারও মধ্যে। যদিও প্রদেশ কংগ্রেস অবশ্য এই যাত্রা নিয়ে খুবই আশাবাদী। একইসঙ্গে এই কর্মসূচিতে বেশি সংখ্যাক মানুষকে শামিল করতেও তৎপর এরাজ্যের কংগ্রেস নেতারা। এখন দেখার আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনের আগে এই কর্মসূচি প্রদেশ কংগ্রেসকে নতুন করে অক্সিজেন যোগাতে পারে কিনা।
আরও পড়ুন - মঙ্গল-শনি ষড়াষ্টক যোগ, ১৬ তারিখ থেকে ৪ রাশির সুসময় শুরু