Birbhum: বীরভূমে মর্মান্তিক ঘটনা, ফুটন্ত জলের হাঁড়িতে পড়ল ৪ বছরের শিশু, ঝলসে মৃত

ফুটন্ত জলে পড়ে মৃত্যু চার বছরের এক শিশুর। বুধবার  এই মর্মান্তিক ঘটনাটি ঘটে  বীরভূম জেলার ‌পাড়ুই থানার ইকড়া ডাঙ্গায়। এদিন বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। মৃত শিশুর নাম রাজেন হেমরম। 

Advertisement
বীরভূমে মর্মান্তিক ঘটনা, ফুটন্ত জলের হাঁড়িতে পড়ল ৪ বছরের শিশু, ঝলসে মৃতপ্রতীকী ছবি

ফুটন্ত জলে পড়ে মৃত্যু চার বছরের এক শিশুর। বুধবার  এই মর্মান্তিক ঘটনাটি ঘটে  বীরভূম জেলার ‌পাড়ুই থানার ইকড়া ডাঙ্গায়। এদিন বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। মৃত শিশুর নাম রাজেন হেমরম। 

শিশুটির বাবা মেঘনাথ হেমরম জানান, বাড়িতে ভাত রান্না হচ্ছিল। সেসময় ঘরেই খেলছিল ছেলে। সে সময় ভাতের জন্য বসিয়ে রাখা গরম ফুটন্ত জলে গোটা অগ্নিদগ্ধ হয় সে। 

শিশুটিকে প্রথমে বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চলে আসা হয়। চিকিৎসা চলাকালীন এদিন শিশুটির মৃত্যু হয়। এদিন বর্ধমান থানার পুলিশ মৃতদেহের ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় শিশুর দেহ।

গত বছর ডিসেম্বর মাসে বর্ধমানে একরত্তি শিশু কন্যার ঘুগনির কড়াইয়ে পড়ে মৃত্যুর খবরে আলোড়ন ছড়িয়েছিল। ফুটন্ত ঘুগনির হাঁড়িতে পড়ে ঝলসে গিয়েছিল শরীরের অর্ধেকাংশ। পাঁচদিনের লড়াই শেষে মৃত্যু হয় একরত্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল বীরভূমের ধনঞ্জয়পুরে। চিকিৎসকরা জানাচ্ছেন, দেহের অধিকাংশ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুটিকে বাঁচানো যায়নি।

POST A COMMENT
Advertisement