scorecardresearch
 

রামপুরহাট হত্যাকাণ্ড: গ্রেফতার ২২, এখনও পর্যন্ত যা ঘটল...

নিহতদের মধ্যে রয়েছেন মীনা বিবি, নূরনিহার বিবি, রূপালী বিবি, বাণী শেখ, মিহির শেখ ও নেকলাল শেখ। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে মঙ্গলবার রাতে তাঁদের শেষকৃত্য করা হয়। ঘটনায় এসআইটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছে রাজ্য সরকার। 

Advertisement
পুড়ে ছাড়খার বাড়ি পুড়ে ছাড়খার বাড়ি
হাইলাইটস
  • রামপুরহাটের ঘটনায় ধৃত ২২
  • ঘটনায় রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত
  • কমিটি গড়ল বিজেপি

Birbhum Rampurhat Violence : তৃণমূল নেতার খুনের পর হিংসা ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটের (Birbhum Rampurhat Fire Killing) বগটুই গ্রামে। খুনের ঠিক কিছু পরেই পুড়িয়ে হত্যা করা হয় মোট ৮ জনকে। তাঁদের মদ্যে ৩ মহিলা ও ২ শিশুও রয়েছে। কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এই এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই আশরে নেমে পড়েছেন বিরোধীরা। ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিজেপি। আবার ট্যুইট ও চিঠিতে বাকযুদ্ধ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী-রাজ্যপালের মধ্যে। 

নিহতদের মধ্যে রয়েছেন মীনা বিবি, নূরনিহার বিবি, রূপালী বিবি, বাণী শেখ, মিহির শেখ ও নেকলাল শেখ। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে মঙ্গলবার রাতে তাঁদের শেষকৃত্য করা হয়। ঘটনায় এসআইটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছে রাজ্য সরকার। 

বাড়ি পুড়ে ছাড়খার
বাড়ি পুড়ে ছাড়খার

বড় বিস্ফোরণের শব্দের পর আগুন
জানা যাচ্ছে, সোমবার রাতে বড়সড় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম। তারপরেই দেখা যায় আগুনের গ্রাসে চলে গিয়েছে কয়েকটি বাড়ি। তারপর গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। একইসঙ্গে খবর দেওয়া হল পুলিশ ও দমকলকেও। কিন্তু ততক্ষণে বেশখানিকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। পুলিশ এসে ৭টি দেহ উদ্ধার করে। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় জীবিত নাজিরা বিবি জানাচ্ছেন, তিনি শুয়ে ছিলেন। সেই সময় বিস্ফোরণের শব্দ শোনেন। কয়েকজন তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তবে তাঁর পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কী হয়েছে তা তিনি জানেন না। 

মমতা-ধনখড় সংঘাত
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।  তিনি ট্যুইটে লেখেন, 'ভয়ঙ্কর হিংসা ও অগ্নিকাণ্ড এটারই সংকেত দিচ্ছে যে রাজ্য হিংসার সংস্কৃতি ও জঙ্গলরাজের আওতায় রয়েছে। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আমার সমবেদনা রয়েছে।' তিনি মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করেছেন বলেও জানান রাজ্যপাল। 

Advertisement

তবে রাজ্যপালের এই ট্যুইটে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি রাজ্যপালের বক্তব্যকে অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছেন। এমনকি এই বিষয়ে, রাজ্যপালকে একটি চিঠি লিখে এহেন মন্তব্য থেকে বিরত থাকার আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটি আরও বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে বলেও চিঠিতে ইঙ্গিত দিয়েছেন মমতা। 

গ্রামে পুলিশ
গ্রামে পুলিশ

কমিটি গড়ল বিজেপি
এদিকে এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, সাংসাদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং সহ ৯ সদস্যের প্রতিনিধি দল। এই বিষয়ে অমিত শাহের হস্তক্ষেপের আবেদনও জানান তাঁরা। তাছাড়া একটি ৫ সদস্যের কমিটিও গড়ে দিয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাতে রয়েছেন ৪ সাংসদ। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করবেন। ফ্যাক্টি ফাইন্ডিং টিমে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল, প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার কেসি রামমূর্তি, পশ্চিমবঙ্গর বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (সকলেই সাংসদ) এবং প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ৷

আরও পড়ুন'বাঁচতে পালাচ্ছি,' বগটুই গ্রাম ছাড়ছেন বাসিন্দারা, রিপোর্ট চাইল NCPCR-ও

 

Advertisement