বিজেপি নেতা তথাগত রায়ের ট্যুইটে এ বার মুখ খুললেন আরেক বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পায়েল সরকার। তথাগতকে পাল্টা ট্যুইট করে একেবারে 'রুচি' টেনে বিদ্ধ আক্রমণ করলেন পায়েল।
আরও পড়ুন: দলের নেতা, তারকা প্রার্থীদের তুলোধোনা তথাগতর! তুঙ্গে বিতর্ক
পায়েল সরকার ট্যুইটে লেখেন, 'আমি জয়ী দলকে অভিনন্দন জানিয়েছি, একই সঙ্গে জানিয়েছি, আমার নতুন যাত্রাও আগামীতে জারি রাখব। আমি সেটাই করেছি এবং আমরা অভিনেতারা এরকমই প্যাসনেট। একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আপনার পরামর্শ আশা করছি।'
The results might not be in our favour but we did put in hard work under the guidance of @narendramodi ji,@KailashOnline ji, @SuvenduWB da,@AmitShah ji, @DilipGhoshBJP da. This might look stupid to you sir but these tweets from ur verified twitter profile purely shows class. 🙏🏻 https://t.co/dDW5BUdW3I
— Paayel Sarkar (@Paayel_12353) May 4, 2021
আরও পড়ুন: 'আমি রাজনীতির প্লে বয়', তথাগতকে পাল্টা নিশানা মদনের
এরপরের ট্যুইটেই পায়েল লিখছেন, 'রেজাল্ট হয়তো আমাদের অনুকূলে যায়নি, কিন্তু আমরা খুবই পরিশ্রম করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, কৈলাস বিজয়বর্গীয়জি, শুভেন্দুদা, দিলীপদার নেতৃত্বে। এটা হয়তো আপনার কাছে বোকামি ঠেকছে, কিন্তু আপনার ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ধরনের ট্যুইট আপনার ক্লাস বলে দিচ্ছে।'
কী ট্যুইট করেছিলেন তথাগত?
তথাগত মঙ্গলবার সকালে টুইট করেন। সেখানে তিনি লেখেন, 'পায়েল, শ্রাবন্তী, পার্নো ইত্যাদি নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?'
Lastly @tathagata2 sir, I had congratulated the winning party and mentioned that I will continue this journey that I have started. That’s what I do and that’s how passionate we actors are. Expecting your able guidance and support in this process as your are a veteran here. 🙏🏻 https://t.co/QCzYcROSR3
— Paayel Sarkar (@Paayel_12353) May 4, 2021
এর পর তিনি আর একটি টুইট করে আগের বক্তব্যে একটু সংশোধন করেন। লেখেন, পার্নো নয় ওই নামটি তনুশ্রী চক্রবর্তী হবে। প্রথমে ভুল করে লিখে ফেলেছিলেন।