বাংলার রাজ্যপাল নকভি? অভিনন্দন জানিয়ে ট্যুইট BJP MP-র, পরে ডিলিট

বিজেপি সাংসদ হংস রাজ হংস ট্যুইট করে লেখেন, 'কেন্দ্র মুখতার আব্বাস নকভিকে বাংলার নয়া রাজ্যপাল হিসেবে নিয়োগ করায় শুভেচ্ছা।' তবে কিছুক্ষণ পরেই ট্যুইটটি ডিলিট করে দেন হংস রাজ হংস। 

Advertisement
বাংলার রাজ্যপাল নকভি? অভিনন্দন জানিয়ে ট্যুইট BJP MP-র, পরে ডিলিটমুখতার আব্বাস নকভি
হাইলাইটস
  • বিজেপি সাংসদের ট্যুইট ঘিরে গুঞ্জন
  • বাংলার রাজ্যপাল হওয়া নিয়ে নকভিকে অভিনন্দন
  • পরে ট্যুইট ডিলিট

মুখতার আব্বাস নকভিকে কি বাংলার রাজ্যপাল করা হয়েছে? কোনওরকম ঘোষণার আগেই এই সংক্রান্ত ট্যুইট বিজেপি সাংসদের। এমনকি পশ্চিমবঙ্গে রাজ্যপাল হাওয়ার জন্য মুখতার আব্বাস নকভিকে শুভেচ্ছাও জানান ওই বিজেপি সাংসদ। তবে কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দেওয়া হয় ট্যুইটটি। 

প্রসঙ্গত উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। সেই জায়গায় মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে বাংলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। 

বিজেপি সাংসদ হংস রাজ হংস ট্যুইট করে লেখেন, 'কেন্দ্র মুখতার আব্বাস নকভিকে বাংলার নয়া রাজ্যপাল হিসেবে নিয়োগ করায় শুভেচ্ছা।' তবে কিছুক্ষণ পরেই ট্যুইটটি ডিলিট করে দেন হংস রাজ হংস। 

বিজেপি সাংসদের ট্য়ুইট
বিজেপি সাংসদের ট্য়ুইট

রবিবারই বাংলার রাজ্যপাল পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। তাঁর পদত্যাগ পত্র পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। তা ইতিমধ্যে গৃহিতও হয়েছে। তাঁর জায়গায় মণিপুরের গভর্নর লা গণেশনকে বর্তমানে বাংলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৯ জুলাই পর্যন্ত মনোননয়ন দাখিল করতে পারবেন প্রার্থীরা। ২০ জুলাই মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে। ২২ জুলাই হচ্ছে মনোনয়ন প্রত্য়াহারের শেষ দিন। আগামী ৬ অগাস্ট হতে চলেছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত দেওয়া যাবে ভোট। ওই দিনই ভোটের ফলাফল ঘোষণা হবে। ১০ অগাস্ট শেষ হচ্ছে দেশের বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কার্যকাল। যদিও তার আগেই জানা যাবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতির নাম। 

আরও পড়ুনসৎমেয়ের সঙ্গে সম্পর্ক এলন মাস্কের বাবার, রয়েছে ২ সন্তানও

 

POST A COMMENT
Advertisement