Bomb: পঞ্চায়েত ভোটের আগে ফের সরগরম বীরভূম, মিলল প্রচুর তাজা বোমা

ফের বোমা মিলল বীরভূমে (Birbhum)। একটা দুটো নয়, মোট ৮০টি তাজা বোমা (bomb) মিলেছে বলে জানা গেছে। সম্প্রতি বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর পর থেকেই তৎপর জেলা পুলিস। বীরভূমে লাগাতার তল্লাশি অভিযান চলছে। শনিবার রাতে তল্লাশি চলাকালীন সদাইপুর থানার পাঁচটি এলাকা থেকে অন্তত ৮০টি বোমা উদ্ধার করল পুলিস। বোমাগুলি কী উদ্দেশ্যে, কারা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement
পঞ্চায়েত ভোটের আগে ফের সরগরম বীরভূম, মিলল প্রচুর তাজা বোমাফাইল ছবি।
হাইলাইটস
  • ফের বোমা মিলল বীরভূমে (Birbhum)।
  • একটা দুটো নয়, মোট ৮০টি তাজা বোমা (bomb) মিলেছে বলে জানা গেছে।

ফের বোমা মিলল বীরভূমে (Birbhum)। একটা দুটো নয়, মোট ৮০টি তাজা বোমা (bomb) মিলেছে বলে জানা গেছে। সম্প্রতি বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর পর থেকেই তৎপর জেলা পুলিস। বীরভূমে লাগাতার তল্লাশি অভিযান চলছে। শনিবার রাতে তল্লাশি চলাকালীন সদাইপুর থানার পাঁচটি এলাকা থেকে অন্তত ৮০টি বোমা উদ্ধার করল পুলিস। বোমাগুলি কী উদ্দেশ্যে, কারা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

মাড়গ্রামে বোমা মেরে দুই তৃণমূল কর্মীকে খুন করার পর গোটা বীরভূম জুড়েই পুলিসি টহলদারি শুরু হয়েছে। জায়গায় জায়গায় চলছে তল্লাশি। সেই সূত্রেই দু’দিন আগে লালমোহনপুর এলাকায় কন্টেনার বোমা উদ্ধার হয়। এরপর আরও জোর কদমে শুরু হয় তল্লাশি। 

শনিবার রাতে ডিএসপি অয়ন সাধুর নেতৃত্বে আরও একবার লালমোহনপুর এলাকায় তল্লাশি চলে। সেখানেই ড্রামে ভরতি প্রচুর বোমা উদ্ধার হয়। পুলিসের বিশেষ সূত্রে খবর, সদাইপুর থানার তুরুকবরিহাট,মানিকপুর-সহ পাঁচ জায়গা থেকে বোমা ভরতি ড্রাম উদ্ধার হয়েছে। পুলিসের দাবি, ড্রামগুলিতে ৮০-টির বেশি বোমা থাকতে পারে। সব বোমাই নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গেছে।

কয়েকদিন আগে ওই গ্রামেরই একটি কলাবাগানের ঝোঁপ থেকে কন্টেনার বোমা উদ্ধার করে পুলিস। জেলা পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে ভাস্কর মুখোপাধ্যায় তল্লাশি ও টহলদারির উপর জোর দিয়েছেন। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা এখনও জানা যায় নি। ফলে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

দু’দিন আগেই ওই গ্রামের একটি কলাবাগানের ঝোঁপ থেকে কন্টেনারে বোমা উদ্ধার করেছিল পুলিশের টহলদারি দল। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা এখনও স্পষ্ট নয়। ফলে এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

আরও পড়ুন- এবার জগদ্দলে শ্যুটআউট, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের

Advertisement

 

POST A COMMENT
Advertisement